Viral Video : মুখ বাড়িয়ে কামড়াতে আসছিল বিষধর সাপ! এক থাপ্পড়ে উচিত শিক্ষা দিলো বেড়াল, ভাইরাল ভিডিও

বিড়াল ও সাপেদের খুঁনসুটি খানিক সহজ কথা নয় কিন্তু। এমন দুটি প্রাণীর সম্পর্ক কার্যত আদা-কাঁচকলা। তবে মানুষের সবসময়ই একটা ভালোবাসা কিন্তু আছে বিড়ালের প্রতি। এখন বাড়িতে বহু মানুষ বিড়াল পোষেন। সেই কারণেই এবার সোশ্যাল মিডিয়াতে বেশ মজার একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যা দেখলে আপনি নিজেও কার্যত হাসতে হাসতে লুটোপুটি খাবেন।
দুটি বিড়াল (Cat) ও একটি সাপের (Snake) ভিডিও ভাইরাল হয়েছে। কার্যত হাসতে সাহায্য করেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে দুটি বিড়াল ঘুরে বেড়াচ্ছিলো। তখনই একটি বিড়ালের দিকে হঠাৎ সাপ তেড়ে যায়। ব্যাস বিড়াল তার পথ রুখে দাঁড়ায়। যত বার সেই সাপ এগোল, ততবারই বিড়ালটি তাকে থাপ্পড় মেরে নামিয়ে দিল।
বিশ্বাস না হবার মতোই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “গড়ে ২০-৭০ মিলিসেকেন্ড সময়ে বিড়ালটি প্রতিক্রিয়া জানাতে পেরেছে, যা সাপের গড় প্রতিক্রিয়ার থেকে ৪৪-৭০ মিলিসেকেন্ড বেশি।” পর পর দুবার কার্যত এইভাবে চড় মেরেছে বিড়ালটি। সত্যি যা দেখে হাসতে হাসতে লুটোপুটি খেয়েছেন সকলে।
The average cat’s reaction time is approximately 20-70 milliseconds, which is faster than the average snake’s reaction time, 44-70 milliseconds. pic.twitter.com/hykJwX894r
— Terrifying Nature (@TerrifyingNatur) May 2, 2023
‘TerrifyingNatur’ নামের টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ১০ লক্ষের কাছাকাছি ভিউজ ছাড়িয়ে গেছে এই হাসির ভিডিওটি । সবাই কার্যত খুব মজা পেয়েছে এমন একটা ভিডিও দেখে। কেউ লিখেছেন -‘কি জোরে চড় মারলো’। দ্বিতীয়জনের বক্তব্য -‘সাপের সাহস আছে’।