×
Viral Video

কুকুরের সাথে মারপিট করে ছোট্ট শিশুকে বাঁচাল সামান্য বিড়াল, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

কথায় বলে না, শান্ত মানুষ রেগে গেলে তাঁর চেয়ে ভয়ংকর কিছু হয়না। ঠিক জীব-জন্তু দের ক্ষেত্রেও তাই। পৃথিবীতে এমন কিছু ঘটনা আমরা প্রতিনিয়তই দেখতে পাই যা দেখে রীতিমতো আমরা অবাক হয়ে যাই। তেমনি আবারও কিছু ঘটনা দেখতে পাই বা শুনি যা আমাদের কাছে আশ্চর্য মনে হয়।

কিন্তু, এটা ঠিক যে, শান্ত মানুষ সহজে রাগে না। আর রেগে গেলে তাকে শান্ত করা খুব মুশকিল। সম্প্রতি কয়েক বছর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে, একটি কুকুর দৌড়ে এসে একটি বাচ্চাকে সাইকেল থেকে ফেলে দিয়েছে।

ADVERTISEMENT

আর তারপরই একটি বিড়াল এসে কুকুরটিকে তাড়া করে। এরপর বাচ্চাটির মা এসে তাকে তোলে। এরপর বিড়ালটি তাকে তারা করতেই থাকে। অন্য আরেকটি দৃশ্যে দেখা যাচ্ছে যে, একটি বিড়াল গাড়ির ভিতর সিটে বসে আছে। কিন্তু একটি কুকুর এসে তাকে বিরক্ত করছে। আর তারপরই বিড়ালটি রেগে গিয়ে গাড়ির ভিতর থেকেই কুকুরটির উপর এট্যাক করতে থাকে।

আবার আরও একটি দৃশ্যে দেখা যাচ্ছে যে, একটি মহিলা তার পোষ্য কুকুরটিকে নিয়ে কোনো একটি জায়গায় ঢুকছে কিন্তু তার ভিতরে আগে থেকেই একটি রাগি বিড়াল ছিল। আর তাই কুকুরটি ঢোকা মাত্রই বাঁধে রণক্ষেত্র।

অন্য আরেকটি দৃশ্যে দেখা যাচ্ছে যে, একজন মহিলা তাঁর পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। কিন্তু, হটাতই একটি রাগী বিরাল এসে তাঁর উপর আক্রমন করে। আরও দেখা যাচ্ছে যে, বাড়ির মধ্যেই একটি কুকুর র একটি বিড়াল লড়াইতে মেতেছে। এমনকি দেখা যাচ্ছে যে, রাস্তার মধ্যে দুটি কুকুর একটি বিড়ালকে আক্রমন করে।

এমনই অনেক দৃশ্য দেখা যাচ্ছে এই ভিডিওতে। বিড়ালগুলি এতটাই রাগী যে যখন তখন যেকোনো কুকুরের উপর অ্যাটাক করছে। সে রাস্তার পোষই হোক বা বাড়ির পোষও। ছোট প্রাণীও যে, কতটা ভয়ানক হতে পারে তা দেখা যাচ্ছে এই ভিডিওটিতে।

ADVERTISEMENT

Related Articles