×
Viral Video

সন্তানকে বাঁচাতে অ্যানাকোন্ডার সাথে তুমুল লড়াই করলো মা বিড়াল, ভাইরাল ভিডিও

পৃথিবীতে হাজারও এমন ঘটনা আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই আবার কখনও অবাক হয়ে যাই। তবে, এটি এমন একটি ভিডিও যা দেখেই রীতিমত চক্ষু চড়ক গাছ সবার।

সম্প্রতি বছরখানেক আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি বিড়াল একটি অ্যানাকোন্ডার হাত থেকে তার সন্তানদের বাঁচানোর জন্য কি প্রাণপন চেষ্টা করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অবশেষে দুজন মানুষ এসে এন্যাকন্ডাটিকে গর্তের মুখ থেকে টেনে বের করে জঙ্গলে ছেড়ে আসে। যারা ফলে বিড়ালের সন্তানগুলি বেঁচে যায়।

সন্তানকে বাঁচানোর জন্য মায়ের প্রানপন আর্তনাদ সে সব প্রানের ক্ষেত্রেই আছে। সে মানুষ হোক বা কোন জীব-জন্তু। এছাড়া, নিজেকে বাঁচতে প্রতিনিয়তই যে, অন্যের সঙ্গে লড়াই করতে হয় তা শুধুমাত্র মানব জাতিতে নয় সব প্রজাতির ক্ষেত্রেই আছে তা এই ঘটনাই আবারও প্রমান করল।