Viral: মানুষের মতো বেলি ডান্স করছে বিড়াল! দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা, সোশ্যালে তুমুল ভাইরাল ভিডিও

Cat Belly Dance সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের আর কিছুই অদেখা রইলো না। পৃথিবীর যে কোনো প্রান্তের ঘটনা হোক বা বৈচিত্র্য সবই উপভোগ করা যাচ্ছে বাড়িতে বসেই। শুধু হাতে মুঠোফোন আর তাতে ইন্টারনেট থাকলেই হলো। যোগাযোগ স্থাপন কিংবা তথ্য প্রদান ছাড়াও সোশ্যাল বিনোদন প্রদানের ক্ষেত্রেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এখানে রোজ নানান ধরনের ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে চলেছে। যেমন এই ভিডিওটি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাজারও ভিডিওর মধ্যে এটি একটি খুবই মজার ভিডিও। অনেকেই পশু প্রেমী হয়ে থাকেন। এমনকি বাড়িতে কুকুর, বিড়াল, খরগোশ জাতীয় প্রাণী পোষ্য হিসেবে রাখতেও দেখা যায় অনেকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক মালিকের তার পোষ্য-এর সঙ্গে খেলা করার মুহূর্ত ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, একটি ধূসর রঙের বিদেশি বিড়াল কোমরে কোমর বন্ধনী পরে বেলি ডান্স (Belly Dance) করছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় ইংরেজি গান। বিড়ালটি ঠিক নাচ করছে বলা যায় না। আসলে তাকে নাচানো হচ্ছে। তার মালিক তার হাত ধরে তাকে বেলি ডান্স করাচ্ছে। আর সেও মালিকের নির্দেশ মেনে বেলি ডান্স করছে।
View this post on Instagram
এমন মিষ্টি একটি মুহূর্ত দেখে মুখে হাসি ফুটেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। আর পশু প্রেমীদের তো খুবই পছন্দ হয়েছে এই ভিডিওটি। একজন তো এমন মন্তব্য করেছেন যে, তার পোষ্য বিড়ালের সঙ্গেও এমনটা করে দেখবেন জনৈক নেটিজেন। বিড়ালের বেলি ডান্স (Cat Belly Dance) আপনার কেমন লাগলো? জানাতে ভুলবেন না যেন।