Viral VideoVideo

অবাক কাণ্ড! গানের তালে হেলে দুলে উদ্দাম নাচ উটের, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

গল্পের গরুকে গাছে ওঠানো যায় জানেন তো? ঠিক যেমন যদি শোনেন গানের তালে তালে উট (Camel) দুর্দান্ত নাচ করছে। কি এক মুহূর্তের জন্য বিশ্বাস করছেন না তাই তো? আমাদের প্রতিবেদনে চোখ রাখলে এমনই সব অবিশ্বাস্য ঘটনার সাক্ষী কিন্তু আপনি নিজেও থাকতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কার্যত এসব কিছু এখন খুবই সহজ হয়ে গেছে। যে কারণে হামেশাই অবিশ্বাস্য কিছু ভিডিও আমাদের সামনে চলে আসে। কার্যত এখন এসব আমাদের সবসময় চমকে দেয়।

অবাক কাণ্ড! গানের তালে হেলে দুলে উদ্দাম নাচ উটের, তুমুল ভাইরাল ভিডিও

কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা সত্যি অবাক করে। ‘Live India Sabse Fast’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি উট গানের তালে দুর্দান্ত নাচ করছে। কখনও মুখে মালা কিংবা জলের বালতি নিয়ে সেই উট খাটের উপর দাঁড়িয়ে দুটি পা শুন্যে তুলে দিচ্ছে।

অবাক কাণ্ড! গানের তালে হেলে দুলে উদ্দাম নাচ উটের, তুমুল ভাইরাল ভিডিও

আবার কখনও মাটিতে শুয়ে সেই উটের উপরে এক একটি শুয়ে পড়ছে তো নাচের সময় এক ব্যক্তি উটের নিচ দিয়ে এপার ওপার হচ্ছে। কার্যত মন ভালো করে দেওয়া এই ভিডিও দেখে কিন্তু ব্যাপক মজা পেয়েছে সকলে। উট যে এমন নাচতে পারবে সেই দৃশ্য কিন্তু আগে কেউ বিশ্বাস করেননি। কয়েক মিনিটের এই ভিডিও এখনও পর্যন্ত ৭.৪ লক্ষ মানুষ দেখে নিয়েছেন।

সাথেই লাইক, কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ লিখেছেন -‘জবরদস্ত’। তো আবার দ্বিতীয়জনের বক্তব্য -‘বেশ ভালো ট্রেনিং দিয়েছে’। তবে আবার পশুপ্রেমীদের একাংশ কিন্তু বলেছে এই প্রাণীর সাথে এমন আচরণ করা ঠিক নয়। উট দেশের মধ্যে অন্যতম একটি পশু, আর তাকে ব্যবহার করে এই ধরণের খেলা দেখানো উচিত হয়নি। তর্ক-বিতর্কের মাঝেও এই ভিডিওটি হয়ে উঠেছে ভাইরাল তা বলার অপেক্ষা রাখে না।