উলটপুরাণ! সামান্য মহিষের ভয়ে লেজ গুটিয়ে পালাল প্রকান্ড হাতি, ভাইরাল ভিডিও

পৃথিবীতে হাজারও এমন ঘটনা আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই অবাক কখনও কষ্ট পাই। তবে, এটি এমন একটি ভিডিও যা দেখেই রীতিমত চক্ষু চড়ক গাছ সবার।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা বাঘের সঙ্গে একটি এনাকোন্ডার লড়াই হচ্ছে। তবে, অবশেষে এনাকোন্ডাটি বাঘটিকে পেঁচিয়ে নেওয়ায় হার মানল বাঘ।
এছাড়া, আরও একটি দৃশ্যে দেখা যাচ্ছে যে, একটি কুকুর একটি বিড়াল কে অনেক্ষন ধরেই বিরক্ত করছে। কিন্তু, বিড়ালটি এরপর এতটাই রেগে যায় যে, কুকুরটিকে কামড়াতে চেষ্টা করে। আর সেটি দেখে কুকুরটি অবশেষ পালিয়ে যায়। আর এই দৃশ্য দেখে প্রমাণিত যে সবসময় গায়ের জোড় বড় হয় না।
এছাড়াও একটি দৃশ্যে দেখা যাচ্ছে যে, পেঙ্গুইন এর সঙ্গে পেট্রল নামক সামুদ্রিক পাখির লড়াই। পেট্রল নামক পাখিটি একটি বাচ্চা পেঙ্গুইনকে হামলা করে। কিন্তু পেঙ্গুইনটির বাবা অবশেষে পাখিটির সঙ্গে লড়াই করে তার সন্তানকে রক্ষা করে।
একবার একদল হাতি ঘাস খেতে মাঠে আসে। এছাড়া একদল বাফেলোও আসে সেখানে ঘাস খেতে। তবে, একসময় একটি ছোট হাতি একটি বাফেলোকে উস্কাছিল। এরপর অনেকক্ষন পর হাতিটি যখন ফিরে যাচ্ছিল তখন বাফেলটি বিরক্ত হয়ে তার সিং দিয়ে হাতির উপর হামলা করেছিল। আর হাতিটি ভয় পেয়ে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করেছিল।
আর পরপর এই ঘটনাগুলিই প্রমান করে যে, ছোট বলেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। এছাড়া নিজেকে আত্মরক্ষা করতে ছোট প্রাণী হোক বা বড় সবাই খুবই সতর্ক।