Viral Video

অবাক কাণ্ড! বিশালাকার কুমিরকে জল থেকে মুখে করে টেনে ডাঙায় নিয়ে এলো মোষ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

মোষের শরীরের শক্তি ঠিক কতটা হতে পারে বলে আপনার ধারণা? জানি বলবেন খুবই শক্তি হবে আর তা বলার অপেক্ষা রাখে না। বড়ো বড়ো পশুদের পাশে কিন্তু মোষ দেখলে বেশ চিন্তিত হয়ে যায়। তবে শরীরের শক্তির থেকেও যে মাথার বুদ্ধি অনেকটা বেশি একথা প্রমাণিত। যেখানে শরীরের শক্তিতে কাজ হয় না সেখানে বুদ্ধি দিয়ে অনেক কাজ করা সম্ভব। এই যেমন সম্প্রতি এক ভিডিও আবারো এমনটাই শিক্ষা দিলো যখন এক কুমির তার শিকার হিসাবে মোষের উপর আক্রমণ করেছিল।

অবাক কাণ্ড! বিশালাকার কুমিরকে জল থেকে মুখে করে টেনে ডাঙায় নিয়ে এলো মোষ, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে একদল মহিষ জলাশয়ে জল খেতে নেমেছিল। সেই জলের মধ্যে যে এক কুমির নিজের শিকারের জন্য বসেছিল সেটা বুঝতে পারেনি মোষ। হঠাৎই একটি মোষের মুখের উপরে কামড় দিয়ে বসে। তবে কি মোষকে শিকার করা এতই সহজ হবে। সেই মহিষ সাথে সাথেই শরীরের শক্তির সাথেই মাথার বুদ্ধি খাটায়।

অবাক কাণ্ড! বিশালাকার কুমিরকে জল থেকে মুখে করে টেনে ডাঙায় নিয়ে এলো মোষ, তুমুল ভাইরাল ভিডিও

অল্প অল্প পায়ে সেই কুমিরকে জল থেকে ডাঙায় তুলে নিয়ে যায়। গায়ের শক্তি এত যে সেই কুমির কার্যত কিছুই করে উঠতে পারেনি। বেশ অনেকটা জল থেকে ডাঙায় উঠে নিয়ে চলে আসে। তারপরেই কুমির কিন্তু মোষকে ছেড়ে কার্যত জলে চলে যায়। এই দৃশ্য দেখে কার্যত সবার চোখ কপালে উঠেছে।

৮০ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে ‘Latest Sighthings’ নামের একাউন্ট থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। সবাই কার্যত দারুণ ও অসাধারণ কমেন্ট করেছেন মোষের উদ্দেশ্যে। কেউ লিখেছেন -‘এটাকে বলে বুদ্ধি’। দ্বিতীয়জন লিখেছেন -‘মোষের মাথায় এত বুদ্ধি আছে জানা ছিল না’। অবশ্যই দেখুন এই দুর্দান্ত ভিডিও আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।