
সোশ্যাল মিডিয়ার (Social Media) হাত ধরে প্রতিদিনই নানান ভিডিওই (Video) ভাইরাল (Viral) হয়। যা আমাদের অবাক করে তোলে। তবে, সম্প্রতি নেটমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক তো হবেনই পাশাপাশি কিছুটা চিন্তায়ও পড়তে হবে বৈকি। বিয়েবাড়ি মানেই হাজার রকমের নিয়ম-কানুন থেকে শুরু করে হাসি-মজা সবই হয়ে থাকে। তবে, এক বিয়েবাড়িতে এমন এক দক্ষযজ্ঞ বাঁধলো যা দেখে মাথায় হাত সবার।
ভাইরাল (Viral) ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, বিয়ে বাড়ির মধ্যে বর-কনে দাঁড়িয়ে আছে। আর সেখানে পাত্র একটি মিষ্টি নিয়ে পাত্রীর মুখে প্রায় ঠুসে দিচ্ছে বলেই বলা চলে। কিন্তু এই জোর জবরদস্তি মোটেও পছন্দ হয়নি ওই কনের। আর তাই আগেপিছু না ভেবেই সে সবার মাঝেই হঠাৎ করে বরের গালে জোরে চড় কষিয়ে দেয়। আর বৌয়ের এই কান্ড দেখে প্রথমে বরমশাই খানিকটা হতচকিয়ে যায়। আর তারপর নিজেও হাত চালাতে শুরু করেন।
বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকেনি। রীতিমতো চুলোচুলিতে পৌঁছে যায়। বর এতটাই ক্ষেপে যায় যে, শেষমেষ চুলের মুঠি ধরে তাকে মারতে থাকে। তবে তাই বলে কিন্তু পাত্রী থেমে থাকেনা। সেও জুতো তুলে নিয়ে পাল্টা পাত্রকে আক্রমণ করে। এমনকি দুজনকে একে অপরের গলা ধরে শুয়ে পড়ে মারামারি করতেও দেখা যায়। যারফলে তাদের বর ও কনে দুজনেরই বেশ নষ্ট হয়ে যায়। যদিও তাতে কুচপরোয়া নেই কারোরই।
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
বর-কনের এই দাঙ্গা আত্মীয় পরিজনরা মিলেও থামাতে পারেনি। ‛Ghar Ke Kalesh‘ নামের একটি টুইটার (Twitter) হ্যান্ডেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন। অনেকে আবার বিভিন্ন মজার কমেন্টও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও।