×
Viral Video

রোজ মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি, দড়ি দিয়ে বেঁধে স্বামীকে উদ্দাম পেটালো বউ, ভাইরাল ভিডিও

নেশায় বুঁদ হওয়া স্বামীকে বেদম প্রহার স্ত্রীর। কোনও ভেবে চিন্তে মার না নেশাগ্রস্থ স্বামীকে রীতিমতো বেঁধে পেটালেন স্ত্রী। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে নেশায় আচ্ছন্ন হয়ে রয়েছেন এক যুবক। আর তাঁকে বেদম পেটাচ্ছেন এক মহিলা। একটি বাঁশের সঙ্গে দড়ি দিয়ে দুই পা বেঁধে যুবককে লাঠিপেটা করছেন ওই মহিলা।

ভিডিওতে দেখা যাচ্ছে টিনের দেওয়ালের ঘর। আর মাটির মেঝে। মোট কথা সংসারে আর্থিক স্বচ্ছলতা যে নেই, তা ভিডিওতেই স্পষ্ট।

৩১ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মারাত্মক দ্রুতবেগে। সেটি পছন্দ করেছে প্রায় দেড় হাজার ব্যক্তি। কমেন্ট রয়েছে ২৭৪ টি। তবে এসবকে ছাপিয়ে গিয়েছে এর শেয়ার। ভিডিওটি টুইটারে শেয়ার হয়েছে ৪২৭ বার। যার জেরে দ্রুত বেড়েছে ভিউ।

এক নেটিজেন ভিডিও-র কমেন্টে লিখেছেন, “আমি এটা প্রচন্ড পছন্দ করছি। আমি দেখেছি আমার বাড়ির কাজের মহিলাকে তাঁর স্বামী রোজ কীভাবে পেটায়। সে তাঁর সব টাকা মদ খাওয়ার জন্য কেড়ে নেয়। এনার মতো আরও মহিলার দরকার।”

উল্লেখ্য, সমাজে মহিলাদের ওপর রোজকার অত্যাচার কোনও নতুন ঘটনা না। সেক্ষেত্রে এমন ভিডিওটিতে চোখ ছানাবড়া হয়েছে অনেক নেটিজেনদের।