VideoViral Video

অবিশ্বাস্য! ১২ ফুট লম্বা শঙ্খচূড়ের মাথায় চুম্বন যুবকের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

নিজের চোখের সামনে আপনি কতবড়ো সাপ দেখেছেন? ১২ ফুট লম্বা চন্দ্রচূড় সাপ দেখেছেন? পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাপেদের মধ্যে প্রথমেই আসে যার নাম সেটা চন্দ্রচূড়। বাড়িতে স্বপ্নেও এই সাপ পোষার কথা ভাবা যায় না। তবে সোশ্যাল মিডিয়া খুললে আপনি সবসময়ই হয়ে যাবেন অবাক। কারণ যে বিষয়ে আপনি ভাবতেও পারবেন না সেটাই চোখের সামনে উঠে আসবে। এবার এমন এক ভিডিও সামনে এসেছে যা সত্যি সবাইকে অবাক করে দেবে।

অবিশ্বাস্য! ১২ ফুট লম্বা শঙ্খচূড়ের মাথায় চুম্বন যুবকের, মুহূর্তে ভাইরাল ভিডিও

ভিডিওতে, এক যুবককে দেখা গেল সাপের মাথায় চুম্বন করছেন। ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে তাঁর নাম নিক বিশপ। সোশ্যাল মিডিয়াতে (Social Media) নিক বেশ জনপ্রিয়। বিভিন্ন ভয়াল এবং বিষাক্ত প্রাণী দিয়ে তিনি খেলা দেখান। দেখা যাচ্ছে নিজের দুই হাতে এত বড়ো একটি সাপকে ধরে রেখেছেন তিনি। কার্যত সাপটি ফণা তুলে দাঁড়িয়ে আছে।

আর নিচের দিকেও কার্যত ৭-৮ ফুট বেরিয়ে আছে। জীবনের ঝুঁকি আছে জেনেও নিক বিশালাকার সেই শঙ্খচূড় নিয়ে অবলীলায় কেরামতি দেখিয়ে নেটাগরিকদের চর্চায় উঠে এসেছেন। নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন -“১২ ফুটের শঙ্খচূড়ের মাথায় চুম্বন করতে পারবেন?” তবে এখানেই শেষ নয়। সবথেকে বড়ো টুইস্ট এখনও শেষ হয়নি।

সাপটিকে ধরে মাথায় চুমু খেলো নিক। যদিও ভিডিওটি কতটা সত্য তা জানা সম্ভব হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে তিনি শঙ্খচূড় নিয়ে কেরামতি দেখিয়েছেন, তা নিয়ে সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ। যদিও তাতে কোনও ভ্রূক্ষেপ নেই নিকের। কয়েক লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে তার এই ভিডিওতে। @nickthewrangler নামের ইনস্টাগ্রাম (Instagram) একাউন্ট থেকে বিভিন্ন ধরণের হাড় হিম করা ভিডিও দেখতে পারেন।