যোগ্য বউমা! অয়নার বাবা সহ গুন্ডাদের বেধড়ক পিটিয়ে মধুজাকে বাঁচালো বনি, জমে উঠেছে ‘গাঁটছড়া’

এই মুহূর্তে ‛গাঁটছড়া’ (Gantchhora) তে চলছে টানটান পর্ব। চারিদিক থেকে একের পর এক ঘটনার সম্মুখীন সিংহ রায় পরিবার। মিথ্যে ষড়যন্ত্রের ফাঁদে পড়ে থানা অবধি যেতে হয়েছে খড়িকে। কিন্তু অবশেষে কুনালের (Kunal) বিয়ের দিন সে ফিরে এসেছে থানা থেকে। ইতিমধ্যেই রাহুল (Rahul), কিয়ারা (Kiyara), অয়নার (Ayna) আসল চেহারা খড়ি ও ঋদ্ধির সামনে চলে এসেছে। আর এবার সেটাই সবার সামনে তুলে ধরার পালা।
রাহুলই যে আসল অপরাধী তলে তলে সেই নিজের পরিবারকে ধ্বংস করার জন্য দত্তদের সাহায্য করেছে সেটাই এবার প্রমান হবে। আর ওদিকে দ্যুতিও (Dyuti) স্বামীর আসল চেহারা সামনে আনতে সাহায্য করছে খড়ি ও ঋদ্ধিকে । রাহুলের পকেট থেকে কায়দা করে সে ফোন বার করে নিয়েছে। কেননা সেখানেই মিলবে সমস্ত অপরাধের তথ্য। আর এরই মাঝেও দত্তদের হাতে বন্দি হয়েছে কুণালের মা মধুজা।
View this post on Instagram
তবে চিন্তা নেই, লড়াকু বৌমা গুন্ডাদের সঙ্গে একা হাতে লড়ে ঠিক মধুজাকে বাঁচিয়ে নেয়। এতদিন ধরে যাকে দু চোখে দেখতে পারেনি মধুজা। এমনকি নিজের ছেলের বউ হিসেবে মানেনি এবার সেই তার জীবন রক্ষা করে। ওদিকে অয়নাও লক্ষ্য পূরণের জন্য একেবারে তৈরি। একেবারে কনের সাজে সেজে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত সে। কিন্তু তার আগে খাতায় কলমে রেজিস্ট্রি সেরে নিতে চায় অয়না।
View this post on Instagram
আর এই রেজিস্ট্রি কাগজের মাঝেই আছে আরও এক ষড়যন্ত্রের বীজ। সিংহ রায়দের সম্পত্তি হস্তান্তরের চুক্তিপত্র। যদি অয়নার ইচ্ছে পূরণ হয়না। সই করার আগে সমস্তটা বুঝে ফেলে ঋদ্ধি। এখন শুধু দেখার পালা অবশেষে রাহুল-কিয়ারা-অয়নার পর্দা ফাঁস হয় কিনা? সঙ্গে নতুন করে বনি ও কুণালের সম্পর্ক কোন খাতে বইবে তা দেখার অপেক্ষায় সকলেই।