VideoViral Video

বন পাহাড়ি সাজে, সুন্দর সাজে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisement

Viral Dance Video: এই প্রতিভার যুগে কোনো শিল্পী কিন্তু পিছিয়ে নেই। সবাই কার্যত নিজের প্রতিভা ইন্টারনেট ও স্মার্ট ফোনের সুবাদে পৌঁছে দিতে চায় নেটিজেনদের কাছে। এখন লোক গানে নৃত্য পরিবেশন বেশ নাম করেছে ইউটিউবের সাহায্যে। কারণ দর্শকরা নতুনত্ব প্রতিভা ও তার সাথেই জুড়ে থাকা বিভিন্ন নতুন গানে নাচ দেখতে চায়। যেমন ‘Sur Sadhana Kendra’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে সুন্দরী যুবতীর দুর্দান্ত লোক সংগীতে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। তার দারুন সুন্দর নৃত্য দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের।

বন পাহাড়ি সাজে, সুন্দর সাজে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেল খোলা পরিবেশে কখনো সবুজ মাঠ আবার কখনো জলাশয়ের ধারে সুন্দরী সেই যুবতী ব্যাপক নাচ করেছে। পরনে তার সাদা ও বিভিন্ন রঙের তাঁতের শাড়ি ও নীল ব্লাউজ। সাথেই বাঁধা চুলে গোঁজা রঙিন ফুল, দুর্দান্ত মেকআপ ও অসাধারণ নৃত্য শৈলীতে মন গলেছে নেটিজেনদের। তার সাজ সম্পূর্ণ সাঁওতালি মহিলার বেশে। সেই কারনেই এই গানের সাথে তাকে মানিয়েছে খুব সুন্দর।

গায়ক অরিজিৎ চক্রবর্তীর গাওয়া বাংলা লোকগান ‘বন পাহাড়ির সাজে’। সেই গানেই নাচ করেছে সুন্দরী যুবতী সুস্মিতা। সুর সাধনা কেন্দ্রর ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি মাত্র ১০ মাস আগে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত ২৪ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই সবাই সুস্মিতার নাচের ব্যাপক প্রশংসা করেছেন। কেউ লিখেছেন ‘খুব সুন্দর হয়েছে’। আবার কেউ বলেছেন ‘অসাধারন সুন্দর একটি ভিডিও দেখলাম। আমার কাছে খুবই চমৎকার লাগলো।’ এই চ্যানেলের মাধ্যমেই আপনি অনায়েসেই আরও সুন্দর সুন্দর সব নাচের ভিডিও দেখতে পাবেন।