Beautiful, সবুজ প্রকৃতির মাঝে দেশাত্মবোধক গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

আজ বাদ কাল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপিত হবে। সে কারণেই দেশ জুড়ে কার্যত চলছে একধরণের উৎসবের মরশুম। সবাই নিজের মতো করে এই বিশেষ স্বাধীনতা দিবসের স্বাদ গ্রহণ করবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে চোখ সরলে তো চলবে না। যেখানে দেশ ভক্তি গান ও নাচ দেখা যাচ্ছে ইউটিউবের দৌলতে। এবার সেখানেই যোগ দিলেন সুন্দরী যুবতী বিশাখা। যাকে আপনারা চেনেন ইউটিউবের খাতিরে। ‘বিশাখা অফিসিয়াল (Bishakha Official) ইউটিউব চ্যানেল থেকে তার দুর্দান্ত একটি নাচের ভিডিও এবার সামনে এসেছে।
‘বন্দে মাতরম’ গানের রিমিক্স ভার্সানে নাচ করেছে বিশাখা। তার সাথেই খোলামেলা পরিবেশে এমন সুন্দর উপস্থাপনা নজর কেড়েছে সবার। পরনে তার সাদা ধুতি, সবুজ ব্লাউজ ও কমলা কাপড় ব্লাউজের উপরে বাঁধা হয়েছে। প্রথম ঝলক দেখলে আমাদের দেশের পতাকার দৃশ্যই ফুটে উঠবে তার পোশাকের মধ্যে দিয়ে। সাথেই রয়েছে মেকআপ, হাতে-গলায় ও চুলে গহনা পরেছে বিশাখা। দুর্দান্ত এক্সপ্রেশনে নাচের মধ্যেই সবার মন জয় করে নিয়েছে সে।
মাত্র ২২ঘন্টা খানেক আগে আপলোড করেছে সে এই ভিডিওটি। ৮০ হাজার ভিউস ছাড়িয়ে গেছে। নেটিজেনরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার উদ্দেশ্যে। যেমন একজন লিখেছেন -‘এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য তার উপরে তোমার নাচ সত্যি বলার অপেক্ষা রাখে না’। আরেক জন লিখেছেন -‘তুমি সত্যি খুব সুন্দর’। আপনিও দেখুন এই সময়ের এমন একটা সুন্দর নাচ। নিশ্চয়ই ভালো লাগবে আপনার।