Advertisement
Viral Video

বাড়ির নালির ভিতর লুকিয়ে বিশালাকার কোবরা! দেখে আতঙ্কে গ্রামবাসী, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

কোবরা সাপ উদ্ধারের চরম মুহুর্ত দেখেছেন কোনোদিন? যেমন আতঙ্কিত ঠিক তেমনই কার্যত ব্যাপক রোমাঞ্চকর এই মুহূর্ত। সাপ (Snake) দেখতে প্রচুর মানুষ পছন্দ করেন না। তবে কিছু ভিডিও কিন্তু আমাদের বিভিন্ন ধরণের নতুন কিছু শিখিয়ে দিয়ে যায়। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন সেই শিক্ষা পাওয়া কোনো সমস্যার নয়। যেমন সম্প্রতি দেখা গেল প্রায় ১০ ফুট লম্বা একটি কোবরা সাপ (Cobra Snake) উদ্ধারের দুর্দান্ত ভিডিও।

বাড়ির নালির ভিতর লুকিয়ে বিশালাকার কোবরা! দেখে আতঙ্কে গ্রামবাসী, ভাইরাল ভিডিও

Advertisements

ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়িষ্যার ভদ্রক নামক স্থানের উঁচু বাড়ির গ্যারাজে একটি কোবরা সাপ ঢুকে গিয়েছিলো। তবে লোকজন তাড়া দিতে সে আবার গিয়ে বাড়ির সামনের ঝোপ ঝাড়ে লুকিয়ে পরে। মির্জা মোহাম্মদ আরিফ (Mirza MD arif) নামের এক সাপ উদ্ধারকারি এসে সাপটিকে ধরে ফেলে। যদিও তার আগে বেশ খাটনি হয়েছে তার।

Advertisements

বাড়ির নালির ভিতর লুকিয়ে বিশালাকার কোবরা! দেখে আতঙ্কে গ্রামবাসী, ভাইরাল ভিডিও

তবে সাপটি খুবই রেগে ছিল। কার্যত অনেক বার ফণা তুলে মির্জার দিকে এগিয়ে গেছে। কিন্তু একবার কিছু সেকেন্ডের জন্য বেঁচে গেছে মির্জা। তবে এই উদ্ধারের ফলে সাপটির কোনোরকম ক্ষতি হয়নি তা দেখে বেশ ভালো বলেছেন নেটিজেনরা। এই পূর্ণ উদ্ধারের ভিডিও বানিয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মির্জা মোহ:আরিফ’ থেকে আপলোড করা হয়েছে।

কিছু সময়ের মধ্যে হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই কার্যত মির্জার এমন সাহসের প্রশংসায় পঞ্চমুখ। তবে অনেকেই আরও নিজের জন্য নিরাপত্তা নিতে বলেছেন তাঁকে। এখন তার চ্যানেলে ২৭.৩ লক্ষ সাবস্ক্রাইবার্স আছে। দেখুন এই ভিডিওটি আর কেমন নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকলেন তা জানাতে ভুলবেন না।