Tum Tum : শাড়ি পরে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দরুন কখন যে কি গান ভাইরাল (Viral) হয় তা বলা মুশকিল। অনেক পুরবো গান হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে। আর সেসময় কার্যত ইন্টারনেটবাসী ঝাঁপিয়ে পরে ভিডিও কিংবা রিলস তৈরী করতে। এইসময়ের সবথেকে ভাইরাল গান ‘টুম টুম’ (Tum Tum)। ‘এনিমি’ (Enemy) সিনেমার এই গান কার্যত গোটা দেশবাসীর খুবই পছন্দ হয়েছে। যে কারণে এই গানেই এবার দুর্দান্ত নাচ দেখিয়ে ভাইরাল হলেন বিখ্যাত নৃত্যশিল্পী বিদীপ্তা শর্মা (Bidipta Sharma)
ভিডিওর শুরুতেই খোলা পরিবেশে সুন্দর সেজে হাজির বিদীপ্তা। হলুদ শাড়ি ও নীল রঙা ব্লাউজে কার্যত অপরূপা লাগছিলো তাঁকে। শুধু দেখা নয়, সাথেই তার মন মাতানো নাচের প্রশংসা না করলেই নয়। অসাধারণ শারীরিক শক্তি ও জবরদস্ত মুখের এক্সপ্রেশনে (Expression) চমকে দিয়েছেন সকলকে। গানের কথার সাথে তাল মিলিয়ে এমন নাচ এর আগে নেটিজেনরা দেখেছেন বলে মনে হয় না।
সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত একজন শিল্পী বিদীপ্তা। যে কারণে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। লম্বা কানের দুল, বাঁধা চুল, লিপস্টিক অসাধারণ সুন্দর করে তুলেছে তাঁকে। এক মাস আগে ‘বিদীপ্তা শর্মা’ নামের নিজস্ব ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
১,৮৯,১৩৩ ভিউজ সংখ্যা চরিয়েছে এই নাচের। সাথেই প্রশংসার ঝড় তুলেছেন সকলেই তার এই ভিডিওর কমেন্ট বক্সে। এক্সপ্রেশনে মুগ্ধ হয়েছেন সকলে। তার আরও বিভিন্ন পারফরমেন্স আছে যা আপনি অনায়েসেই দেখতে পারেন। তবে সবার এই এই ভিডিওটি দেখতে ভুলবেন না।