VideoViral Video

পরনে ঝকমকে লাল পোশাক, তীব্র শরীরী হিল্লোলে দুর্দান্ত ‘বেলি ড্যান্স’ ছোট্ট কন্যার, ব্যাপক ভাইরাল ভিডিও

Advertisement

Little Girl Belly Dance Video: বাচ্চাদের নানান প্রতিভা এখন চোখে আসে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে। নাচের ভিডিওই এখন সব থেকে বেশি জনপ্রিয় ইন্টারনেটের যুগে। তবে আজ আপনাদের ৩ বছর আগের পোস্ট করা একটি ভিডিওর কথা বলবো। যা এক ছোট্ট মেয়ের নাচ দেখে চমকে গেছে নেট পাড়া। নতুন করে ভিডিওটি সামনে আসতেই হু হু করে ভাইরাল (Viral) হয়েছে ভিডিওটি।

পরনে ঝকমকে লাল পোশাক, তীব্র শরীরী হিল্লোলে দুর্দান্ত ‘বেলি ড্যান্স' ছোট্ট কন্যার, ব্যাপক ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা গেল, একটি ছোট্ট মেয়ে দারুন সুন্দর সেজে গুজে স্টেজের মধ্যে নাচ করছে। তবে সব থেকে আশ্চর্য জনক মেয়েটি পুরোপুরি বেলি ডান্স করেছে। এই ছোট বয়সেই এমন পরিণত নাচ যা সবারই নজরে পরেছে। সম্পূর্ণ লাল রঙের ড্রেসে ধরা দিয়েছে মেয়েটি।

মূলত জানা যায় ‘Gala Show Championship of Asia 2018’ তে নাচ করেছে মেয়েটি। দারুন সুন্দর এই নাচ অনায়েসেই মনে ধরেছে সবার। তবে ভিডিওর শুরুতে সঞ্চালক যে কথা গুলো বলেছেন তা বোঝা সম্ভব হয়নি। নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটিতে ২৩ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে। তার সাথেই নেটিজেনরা খুব সুন্দর সুন্দর কমেন্ট ও করেছেন। ‘Zhuldyz dance studio’ নামের একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।