Viral Video: শাড়ি পরে একের পর এক ব্যাকফ্লিপ সুন্দরী মহিলার, ভিডিও দেখে হতবাক নেটবাসী

Viral Video: শাড়ি পরে অসাধারণ ব্ল্যাকফ্লিপ মহিলার! মুহূর্তে ভাইরাল ভিডিও। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া । যার দ্বারা ভালো-মন্দ সবকিছুই উঠে আসে সকলের সম্মুখে। এমনকি মানুষজনও তাদের প্রতিভাকে এই সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমে বিশ্বের দরবারে কাছে তুলে ধরেন। আর সেই প্রতিভা যদি হয় মনোমুগ্ধকর তাহলে আর তা ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনা।
বর্তমান সময়ে দাঁড়িয়ে মহিলারা অনেক বেশি স্বনির্ভর। তারা কেবলমাত্র স্বামীর আয়ের উপরই নির্ভর করে থাকেন না। ঘরে বসে হোক বা বাইরে গিয়ে তারাও পুরুষদের মতো সমানভাবে কাজ করে চলেছেন। বলা চলে তারা নিজেরাই নিজেদের আয়ের উৎস তৈরি করে নিয়েছেন। সম্প্রতি এক মহিলা নিজের অসাধারণ স্টান্ট দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।
‛mishaa_official’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি মেয়ে শাড়ি পরে ব্ল্যাকফ্লিপ মারছে। তার পরণে রয়েছে মারাঠি শাড়ি। রুক্ষ রাস্তার মধ্যেই নিঁখুদ স্টান্ট দেখিয়ে ওই যুবতী সকলের নজর কেড়েছেন। এই স্টান্টটি দেখলেই মনে হবে যে এটি বেশ কঠিন। কিন্তু তারপরেও ওই মেয়েটি হাসিমুখে এই স্ট্যান্টটি করে দেখিয়েছেন। পাশে চেয়ারে বসে আছে অনেক লোকজন। তারাও এই মেয়েটির স্টান্ট দেখে অবাক হয়েছেন।
View this post on Instagram
মিশা শর্মা (Misha Sharma) নামের ওই যুবতীর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে চোখ রাখলে এমন বহু ভিডিও (Video) দেখতে পারবেন। ইতিমধ্যেই ওই ভিডিওটি আড়াই লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি ১৬ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ওই যুবতীর ভিডিও(Video)।