×
VideoViral Video

মরুভূমির সাদা বালির উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ বেলি ড্যান্স সুন্দরী মহিলার, তুমুল ভাইরাল ভিডিও

ছিমছাম ফিগার, হট লুকস ও ঘায়েল করে দেওয়া এক্সপ্রেশন দেখলে আমাদের মন এমনিতেই গলে যায়। আর সেই প্রতিভা যদি আবার হয় বেলি ডান্স তাহলে তো আর কথাই নেই। যে কারণে সবাই বলেন প্রতিভা থাকলে অবশ্যই মানুষের সামনে তা একদিন আসতে বাধ্য। ঠিক যেমনটা হয়েছে মার্কিন মহিলা আলেক্স ডিলোরা -র ক্ষেত্রে। তার বেলি ডান্স ভিডিও ভাইরাল (Viral) হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে তুমুল চর্চা।

মরুভূমির সাদা বালির উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ বেলি ড্যান্স সুন্দরী মহিলার, তুমুল ভাইরাল ভিডিও -

ভিডিওতে দেখা যাচ্ছে এই মহিলা মরুভূমির মধ্যে বেলি ডান্স করতে ব্যস্ত। ভিডিওর শুরুতেই নিজের পেট ও কোমরের মোচড় দিয়ে জানিয়ে দিলেন তার প্রতিভার বিকাশ কতটা। নাচের সাথেই তার দুর্দান্ত পোশাক বাড়িয়েছে ভিডিওর উষ্ণতা। তার অসাধারণ এক্সপ্রেশন নেটিজেনদের যে এই ভিডিওর অতিরিক্ত পাওনা তা বলার অপেক্ষা রাখে না। আলেক্স পরনে সবুজ পাতলা স্কার্ট ও মানানসয়ী বিকিনি।

মরুভূমির সাদা বালির উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ বেলি ড্যান্স সুন্দরী মহিলার, তুমুল ভাইরাল ভিডিও -

নিশ্চয়ই জানতে চাইছেন কোন গানে নাচ করেছেন সে? জনপ্রিয় মিউজিশিয়ান ক্রোনিস ট্যাক্সিদিস তৈরির একটি মিউজিকে নাচ করেছে এই সুন্দরী যুবতী। বালির মধ্যে এমন দুর্দান্ত নাচ আপনার মন কেড়ে নিতে বাধ্য। আলেক্স শুধু একজন নৃত্যশিল্পী নন একটি ডান্স একাডেমীর ইন্সট্রাক্টর তিনি। রোগা ছিপছিপে চেহারার এই বেলি ডান্স যা প্রতিটি মানুষকে মনের মধ্যে গেঁথে দিয়েছে।

ভিডিওটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৪৮ লাখ ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ তাই লাইক ও কমেন্ট এসে প্রচুর। অসম্ভব সুন্দর ভিডিওটি কোনো মতেই মিস করবেন না চটপট দেখে নিন ও কমেন্ট করে নিজের মতামত জানান।