Advertisement
VideoViral Video

‘Sona Roder Hasi Dekhe’, বাড়ির ছাদে দুর্দান্ত ভঙ্গিমায় শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বাংলা গান সকল মানুষের খুবই প্রিয়। তার মধ্যে যদি আবার হয় একটু পুরোনো গান তাহলে তো আর কথাই নেই। বর্তমানে বিভিন্ন ধরণের সুন্দর নাচের ভিডিও এখন সামনে আসে। ফোক সং হোক কিংবা দুর্দান্ত নাচের গান এই মুহূর্তে ইউটিউবে (Youtube) সবথেকে নেটিজেনদের পছন্দের বিষয়বস্তু ডান্স কভার (Dance Cover)। এবার ঠিক তেমনই বাংলা বিখ্যাত গানে সোনামিকা (Sonamika) নামের এক সুন্দরী যুবতীর অসাধারণ নাচ ভাইরাল (Viral) হয়ে উঠেছে মুহূর্তের মধ্যেই।

'Sona Roder Hasi Dekhe', বাড়ির ছাদে দুর্দান্ত ভঙ্গিমায় শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisements

নাচের শুরুতেই খোলা আকাশের নিচে ছাদে অসম্ভব সেজে উপস্থিত হয়েছে সোনামিকা। গাঢ় সাজের কারণে চক্ষু আকর্ষণ হতে বাধ্য। পরনে তার টুকটুকে লাল রঙের শাড়ি ও নীল রঙে ব্লাউজ। দুর্দান্ত এই পোশাকের সাথেই অসাধারণ মেকআপ, খোলা মেলা চুল, চোখে কাজল ও ঠোঁটে দিয়েছে সে লাল রঙের লিপস্টিক। আপনার যেন মন কেড়ে নিতে বাধ্য সে। অনেকটা দেখলে নতুন বৌয়ের মতোই লাগছে তাঁকে। গানটাও বেচেছে যা এক কথায় সকলের পছন্দের। পুজো মণ্ডপে এখনও সেই গান শুনতে পাওয়া যায়।

Advertisements

'Sona Roder Hasi Dekhe', বাড়ির ছাদে দুর্দান্ত ভঙ্গিমায় শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

বাংলা বিখ্যাত ‘সোনা রোদের হাসি দেখে’ যা ‘শুভদৃষ্টি’ (Suvodristi) সিনেমার গান। গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) গাওয়া এই গানেই নাচ করেছেন সোনামিকা। অসম্ভব সুন্দর নাচ যার ফলে আরও বেশি সুন্দর করে তুলেছে ভিডিওটি। সিনেমার গানের সিনকে সে জোর টক্কর দিয়েছে অনায়েসেই তা বলার অপেক্ষা রাখে না। বেশি সময় নয় মাত্র চার দিনের মধ্যেই এই ভিডিওতে ৩০ হাজার দর্শক ঢু মেরেছেন।

তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ (UBIRUNGIA) থেকে আপলোড করা হয়েছে ভিডিও। লাইক ও কমেন্ট এসেছে প্রচুর তার যেন কোনো শেষ নেই। কেউ লিখেছে -‘বৃষ্টি ও তোমার এই নাচ, দুর্দান্ত।’ দ্বিতীয়জন লিখেছেন- ‘বাহ্, অপূর্ব মন মুগ্ধতার ছোঁয়া’। তাই কোনো মতেই এই ভিডিওটি কিন্তু মিস করবেন না। সোনামিকার অন্যান্য ভিডিও পাবেন এই চ্যানেলের মধ্যে দিয়েই।