খোলা আকাশের নিচে বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

বাংলা গানের বিভিন্ন ধরণের সুন্দর নাচের ভিডিও এখন সামনে আসে। ফোক সং হোক কিংবা দুর্দান্ত নাচের গান, এই মুহূর্তে ইউটিউবে সবথেকে নেটিজেনদের পছন্দের বিষয়বস্তু ডান্স কভার। এবার ঠিক তেমনই বাংলা বিখ্যাত মজার একটি গানে সোনামিকা নামের এক যুবতীর অসাধারণ নাচ ভাইরাল (Viral) হয়ে উঠেছে মুহূর্তের মধ্যেই।
নাচের শুরুতেই খোলা আকাশের নিচে বাড়ির ছাদে অসম্ভব সুন্দর নৃত্য শুরু করলো সোনামিকা। পরনে তার লাল-সাদা সালোয়ার কামিজ। দুর্দান্ত এই পোশাকের সাথেই অসাধারণ মেকআপ, খোলা চুলে গোঁজা আছে গোলাপ, চোখে কাজল ও ঠোঁটে দিয়েছে সে লাল রঙের লিপস্টিক। তার অসম্ভব সুন্দর এক্সপ্রেশন মনে গেঁথে যাবে আপনার। তবে জানতে চান নিশ্চয়ই কোন গানে নাচ করেছে সে।
সোশ্যাল মিডিয়াতে প্রচুর গান এখন ভাইরাল হয়ে ওঠে। ঠিক তেমনই ‘পড়াশুনা’ যা একটি মজার গানে নাচ করেছে সোনামিকা। আসলে পড়াশুনা নিয়ে প্রতিটি ছেলে মেয়ের যা মনের ভাবনা এই গানের মধ্যে দিয়ে সেটাই তুলে ধরা হয়েছে। মজার ছলেই তৈরী এই গান বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। মাত্র ঘন্টা খানেক আগেই আপলোড করা হয়েছিল এই ভিডিও তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ (UBIRUNGIA) থেকে।
এখনও পর্যন্ত ৪ হাজারের কাছাকাছি ভিউজ ছাড়িয়ে গেছে। লাইক ও কমেন্ট এসেছে প্রচুর তার উদ্দেশ্যে। কেউ লিখেছে -‘তোমার নাচ দেখলে সারাদিনের ক্লান্তি অনায়েসেই দূর হয়ে যায়।’ দ্বিতীয়জন লিখেছেন- ‘পুরো ফাটিয়ে নাচ করেছো, স্টুডেন্ট লাইফ মনে পরে গেল’। তাই কোনো মতেই এই ভিডিওটি দেখার থেকে মিস করবেন না আর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে।