VideoViral Video

খোলা আকাশের নিচে বাড়ির ছাদে শাড়ি পরে ‘Natu Natu’ গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement

সম্পূর্ণ দেশীয় ভাষায় তৈরী সিনেমা ‘RRR’ ইতিমধ্যেই পেয়েছে অস্কার। সিনেমা নয় বরং তার গান ‘নাটু নাটু’, ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। দেশের সিনেমার ইতিহাসে কার্যত সবথেকে বড়ো পালক এটি বলা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই জয় উদযাপন করছেন সাধারণ মানুষ। এবার সেই উদযাপনে সামিল হলেন বিখ্যাত নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর সোনামিকা।

খোলা আকাশের নিচে বাড়ির ছাদে শাড়ি পরে 'Natu Natu' গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

টিকটক দেশ থেকে বিদায় নিতেই মানুষের প্রথম পছন্দের তালিকায় উঠে এসেছে শর্ট ভিডিও তৈরীর জনপ্রিয়তা। মানুষের হাতে সময় কম থাকার জন্য এই কয়েক সেকেন্ডের ভিডিও গুলি এখন দেখতে চান সকলে। তেমনই সম্প্রতি নতুন জনপ্রিয় গানে সোনামিকার নাচ হয়ে উঠেছে ইউটিউব শর্ট ভিডিওর মাধ্যমে ভাইরাল। ট্রিপল আর সিনেমার গান ‘নাটু নাটু’ -তে জমিয়ে নাচ করেছেন সোনামিকা। খোলা ছাদের মধ্যে সবুজ শাড়ি ও লাল ব্লাউজে কার্যত ব্যাপক সুন্দর লাগছিলো তাঁকে।

সাথেই পর্যাপ্ত পরিমানে মেকআপ, লিপস্টিক, খোলা চুলে দারুন সুন্দর লাগে। নাচের মতোই তার লুকস ও দর্শকদের কাছে খুবই পছন্দ হয়েছে। নাচ দেখে মনেই হবে সে সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত। যে কারণে নাচের মধ্যেই তার এক্সপ্রেশন যেন একটা অন্য মাত্ৰা তৈরী করেছে। গানের সিগন্যাচার স্টেপ ও নিপুন ভাবেই করেছেন সোনামিকা। এই ছোট নাচের ভিডিওটি ‘UBIRUNGIA’ নামের তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সামনে এসেছে।

এই শর্ট ভিডিও বর্তমানে ২৫ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই লাইক ও কমেন্ট তো আছেই। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যা আপনি অনায়েসেই দেখতে পাবেন সোনামিকার। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই তার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।