খোলামেলা পোশাকে উথলে পড়ছে ভরা যৌবন, তীব্র শরীরী মোচড়ে দুর্দান্ত নাচ সুন্দরী বালিকা, ভাইরাল ভিডিও

Beautiful Girl Dance Video: ‛কাম ডাউন’ গানে ‛বেলি ডান্স’ করে তাক লাগালো সুন্দরী যুবতী! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। রিমা এবং সেলেনা গোমেজের কাম ডাউন গানটি বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। যেদিন থেকে গানটি বেরিয়েছে মানুষজন যেন এই গান ছেড়ে বেরোতেই পারছেন না। এই গানের মধ্যেই ফুটে উঠেছে সম্পর্ক ভেঙে গেলে নিজেকে কিভাবে সামলে নিতে হয়। এই গানটির সঙ্গে বহু মানুষ রিল ভিডিও বানিয়েছেন। আর যা হু হু করে ভাইরাল হয়েছে।
তবে, সম্প্রতি একজন মহিলা এই গানে বেলি ডান্স (Belly Dance) করে রীতিমতো তাক লাগিয়েছেন। কিন্তু ওই মহিলা কে তা জানেন কি? তিনি হলেন বেলি ডান্সার তথা ইনফ্লুয়েন্সার শ্রেয়া (Shrreya)। ভিডিওতে তাকে কালো রঙের পোশাকে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। গানের প্রতিটি বিটের সঙ্গে তিনি নেচে চলেছেন। কোনো বিট তিনি ছাড়েননি। ভিডিও শেয়ার করে শ্রেয়া (Shrreya) ক্যাপশনে লিখেছেন যে, ‛আমি যখন বেলিডান্স করি আমি তখন নিজেকে শান্ত করে নি’।
‛বেলিডান্স’ (Belly Dance) হল এমন একটি নাচ যা নিয়ে পাড়ার রকে হোক বা সন্ধ্যের চায়ের বৈঠকে আলোচনা থেকে সমালোচনা সবই হয়। কিন্তু একজন শিল্পীই বোঝে শিল্পের কদর। আর তাইতো এখন মেয়েরা সব বাঁধা-বিপত্তি, প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলে। আগেকারদিনে বিদেশ-বিভূঁইতে এই নাচের প্রচলন ছিল বেশি। কিন্তু এখন টলি-বলি অভিনেত্রী হোক বা কোন অনামী শিল্পী নিজের নাচের দক্ষতা দিয়ে জায়গা করে নেন সকলের মাঝে।
View this post on Instagram
তারাও এখন কোনো নামী-দামী শিল্পীর থেকে কোনো অংশে কম নয়। আর একথা তারা বুঝিয়ে দিচ্ছেন নিজের পারফরম্যান্স দিয়ে। যথারীতি শ্রেয়ার (Shrreya) এই ভিডিও (Video) দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কি দারুন! ভীষণ ভালো লাগল’। আবার কেউ লিখেছেন ‛উফ! কিছুতেই চোখ ফেরাতে পারছি না’। এমনকি বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) শ্রেয়ার ভিডিও।