টিপ টিপ বর্ষা পানি, বৃষ্টির মধ্যে ভেজা পোশাকে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সবাই তার নিজের প্রতিভা দেখাতে ব্যস্ত। তার মধ্যে থেকেই অনেকে নতুনত্ব কিছু সামনে নিয়ে আসে দর্শকদের। কোনো প্রতিভার ভিডিও ভাইরাল হলেই রাতারাতি সে লাইমলাইটে চলে আসে। তবে নেট নাগরিকদের একাংশের সবথেকে বেশি কি ভালোলাগে জানেন? উত্তর দিতে গেলে একটাই কথা আসবে তা হলো উন্মাদনা পূর্ণ সুন্দরী মহিলার নাচ। যা আবারো সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে ইউটিউবের মাধ্যমে।
ভিডিওর মধ্যে জানা গেছে সুন্দরী যুবতীর নাম শতাক্ষী দে (Satakshi Dey)। বিখ্যাত হিন্দি গানে গানে জবরদস্ত নাচে মন মাতিয়ে তুলেছে সবার। যেখানে শতাক্ষী খোলা ছাদের মধ্যে হলুদ পাতলা শাড়িতে মনমাতানো নাচে মেতে উঠেছে। যেন ভিডিওর মধ্যে দিয়ে তার যৌবন স্পষ্ট ধরা পড়েছে। শুধু তাই নয় সেই সময় কিন্তু খুব জোরদার বৃষ্টি হতেও দেখা গেল।
নাচের মধ্যে যেমন উষ্ণ অঙ্গভঙ্গি ঠিক তেমনই তার পেট-নাভি স্পষ্ট। কোনো মেকআপ নেই, খোলা চুল ও তার শরীরের জেল্লায় দর্শককে কাবু করতে যথেষ্ট। আপনাদের জানিয়ে দিচ্ছি বিখ্যাত হিন্দি গান ‘টিপ টিপ বর্ষা পানি’ মাধ্যমে নাচ করেছে শতাক্ষী। ‘Satakshi Dey’ নামের চ্যানেল থেকে ভিডিওটি বছর দুয়েক আগে আপলোড করা হয়েছিল।
এখনো পর্যন্ত ২৩ লাখ ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই ১২ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। কেউ লিখেছেন -‘গানটার সাথে তোমার নাচ যেন যৌবন উঁকি দিয়েছে’। অন্য একজন লিখেছেন-‘সুন্দর সেক্সি পারফরমেন্স’। শুধু কিন্তু এই ভিডিওটি নয় এই চ্যানেলে আরও বিভিন্ন সুন্দর নাচ আপনি দেখতে পারবেন। আপনার কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট করে অবশ্যই জানান।