Advertisement
OffbeatVideoViral Video

টিভির পর্দায় রানী-শাহরুখ-অমিতাভ, দুর্দান্ত সাজে বলিউড ‘Super Hit’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী কন্যার, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

মার্কেটে এখন নিত্যনতুন অনেক গান জনপ্রিয়তা পেলেও কিন্তু জনপ্রিয়তার নিরিখে একটু পেছন দিকে গেলে বোঝা যাবে নব্বই দশকের গানগুলিও সমানভাবে পপুলার হয়ে রয়েছে এখনো। হয়তো সেই সময়ে যারা জন্মাযনি তাঁরাও এই পুরোনো এই গানগুলির সঙ্গে পারফরম্যান্স করা বেশি শ্রেয় বলে মনে করে। সত্যই ‘পরমাসুন্দরী’, ‘পানি পানি’, ‘Zalima Coca Cola Pila De’ গান ছাড়াও পুরোনোদিনের গানগুলির মধ্যে এখনো জনপ্রিয় স্থানে রয়েছে ‘Zara Zara Touch Me’, ‘Just Chiao chiao’, ‘Is the time to disco’ এইসব গানগুলি। এইসব গানগুলিতে নেই কোনো রেপ কিন্তু তাতেও যেন এইসব গানগুলির এখনো জয়গান হচ্ছে।

তবে কয়েকটি পুরোনো হিন্দি ছবিগুলিও এখনও আমাদের কাছে চিরনতুন। তার মধ্যে অন্যতম ছবি ‘Kabhi Khushi Kabhi Gham’। যেখানে অভিনয় করেছিলেন সব সেরা সেরা অভিনেতা-অভিনেত্রী। যদিও নবাগতা হিসেবে ছিলেন Hrittik Roshan এবং Kareena Kapoor। যদিও তাদের এটি দ্বিতীয় ছবি ছিল। এছাড়াও ছিলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ(Amitabh Bachchan) বচ্চন ও জয়া বচ্চন(Jaya Bachchan) এছাড়াও ছিলেন শাহরুখ-কাজল। এই ছবির কাহিনী যেমন নস্টালজিক ছিল তেমনি ছিল এই ছবির গানগুলি। যার মধ্যে একটি ‘Shava Shava‘ গানটি সেই সময়ে বেশ জনপ্রিয় ছিল। যেখানে অভিনেত্রী রানী মুখার্জীর dance step সকলের নজর কেড়েছিল।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Shailja Sukanya (@shailjasukanya)

Advertisements

তবে এখনো এই গান সমানভাবে প্রচলিত। সম্প্রতি এই গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন করলেন এক জনপ্রিয় ইনস্টাগ্রাম ইউজার ‘Shailajasukanya’। পুরো সাদা রঙের ঘাগরা চোলি পরে এই গানটিকে ব্যাকগ্রাউন্ডে টিভি স্ক্রিনে নিয়ে দুর্দান্ত নাচলেন তিনি পুরো এই গানের স্টেপ মিলিয়ে মিলিয়ে। যদিও এই প্রথম নয়, এই সেক্সি যুবতীর নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে যেখানে এই যুবতী নানা রকম ভাষার নাচ পোস্ট করেন। আর ‘Shava Shava’ গানের তালে তাঁর দুর্দান্ত নাচ ইতিমধ্যেই ইনস্টাগ্রাম রিলে কয়েক হাজার পছন্দের সংখ্যা অতিক্রম করেছে।