VideoViral Video

Viral : ঘরের ভিতর দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ বেলি ড্যান্স সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

ফাঁকা ঘরে ‛Shake Karaan‘ গানে অসাধারণ ‛বেলিড্যান্স’-এ তাক লাগালেন এক যুবতী। মুহূর্তে ভাইরাল ভিডিও। ‛বেলিড্যান্স’ (Belly Dance) হল এমন একটি নাচ যা নিয়ে পাড়ার রকে হোক বা সন্ধ্যের চায়ের বৈঠকে আলোচনা থেকে সমালোচনা সবই হয়। কিন্তু একজন শিল্পীই বোঝে শিল্পের কদর। আর তাইতো এখন মেয়েরা সব বাঁধা-বিপত্তি, প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলে।

আগেকারদিনে বিদেশ-বিভূঁইতে এই নাচের প্রচলন ছিল বেশি। কিন্তু এখন টলি-বলি অভিনেত্রী হোক বা কোন অনামী শিল্পী নিজের নাচের দক্ষতা দিয়ে জায়গা করে নেন সকলের মাঝে। তারাও এখন কোনো নামী-দামী শিল্পীর থেকে কোনো অংশে কম নয়। আর একথা তারা বুঝিয়ে দিচ্ছেন নিজের পারফরম্যান্স দিয়ে। সম্প্রতি তেমনই এক যুবতীর বেলিড্যান্সের ভিডিও (Video) রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

যেখানে ওই যুবতীকে ফাঁকা ঘরের মধ্যে অসাধারণ নাচতে (Dance) দেখা যাচ্ছে। তার কোমরের ঠুমকায় রীতিমতো কুপোকাত হয়েছেন সকলেই। ভিডিওতে ও যুবতীর পরণে রয়েছে কালো রঙের টপ ও প্যান্ট। খোলা চুলে তার কোমরের মুভমেন্ট রীতিমতো অবাক করেছে সকলকে। সাদা ব্যাকগ্রাউন্ড ও সাদা আলোয় তার নাচ দেখে মুগ্ধ হয়ে দেখছে সাইবারবাসী।

Elif Karaman‘ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ৫ বছর আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ১৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ২ লাখ মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ওই যুবতীর নাচের ভিডিও (Video)।