VideoViral Video

Viral : মরুভূমির বালির উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ বেলি ড্যান্স সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Ek Tha Tiger‘ সিনেমার ‛Mashallah‘ গানে বালিয়াড়ির মধ্যে বেলিড্যান্স করে তাক লাগালেন এক যুবতী! মুহূর্তে ভাইরাল ভিডিও। ‛বেলিড্যান্স’ (Belly Dance) হল এমন একটি নাচ যা নিয়ে পাড়ার রকে হোক বা সন্ধ্যের চায়ের বৈঠকে আলোচনা থেকে সমালোচনা সবই হয়। কিন্তু একজন শিল্পীই বোঝে শিল্পের কদর। আর তাইতো এখন মেয়েরা সব বাঁধা-বিপত্তি, প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলে।

আগেকারদিনে বিদেশ-বিভূঁইতে এই নাচের প্রচলন ছিল বেশি। কিন্তু এখন টলি-বলি অভিনেত্রী হোক বা কোন অনামী শিল্পী নিজের নাচের দক্ষতা দিয়ে জায়গা করে নেন সকলের মাঝে। তারাও এখন কোনো নামী-দামী শিল্পীর থেকে কোনো অংশে কম নয়। আর একথা তারা বুঝিয়ে দিচ্ছেন নিজের পারফরম্যান্স দিয়ে। সম্প্রতি তেমনই এক যুবতীর বেলিড্যান্সের ভিডিও (Video) রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

যেখানে ওই যুবতীকে বালির মধ্যে অসাধারণ নাচতে (Dance) দেখা যাচ্ছে। তার কোমরের ঠুমকায় রীতিমতো কুপোকাত হয়েছেন সকলেই। ভিডিওতে যুবতীর পরণে রয়েছে কালো রঙের থাইস্লিট গাউন ও ভি নেক কাটিং ব্রালেট। উন্মুক্ত নাভিতে ওই যুবতীর নাচ দেখে কুপোকাত হয়েছেন সকলেই। যেভাবে ওই যুবতী গানের সঙ্গে সঙ্গে তার সারা শরীর কাঁপিয়ে চলেছেন তা সত্যিই অনবদ্য। যথাযথ প্র্যাকটিস ছাড়া এমন মুভস সম্ভব নয়।

খুব সম্ভবত ওই যুবতীর নাম সোনালী। আর তার চ্যানেলের নাম ‛Live To Dance With Sonali‘। আর সেখানেই ভিডিওটি শেয়ার করেছেন ওই যুবতী। মাত্র ২ মাস আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ১ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৮ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।