বাড়ির ছাদে সুপারহিট গানে হট ড্যান্স সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Beautiful Girl Dance Video: সোশ্যাল মিডিয়াতে একটু নতুনত্ব কিছু করতে পারলেই ব্যাস! সাধারণ মানুষের নজরে একবার এসে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না। নাম, যশ ও খ্যাতি সব কিছুই চলে আসে তারপর। তবে রসালো ও উন্মাদনা পূর্ণ সুন্দরী মহিলার নাচ সবসময়ই নজর কাড়ে নেটিজেনদের। যেমন সম্প্রতি এক যুবতীর হিন্দি গানে জবরদস্ত নাচ মন মাতিয়ে তুলেছে সবার। নিশ্চয়ই জানতে চান কি ছিল সেই নাচের মধ্যে?
ইনস্টাগ্রাম (Instagram) রিল ভিডিওর মধ্যে দিয়ে পায়েল নামের এক সুন্দরী যুবতীর নাচ সামনে এসেছে। যেখানে খোলা ছাদের মধ্যে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচ করেছে সে। পরনে তার নীল রঙের সিনথেটিক শাড়ি ও কালো রঙের ব্লাউজ। সাথেই শাড়ির ভাঁজ দিয়ে উন্মুক্ত পেট ও নাভি নাচের মধ্যে শোভা বাড়িয়েছে। হালকা মেকআপ, খোলা চুল ও দুর্দান্ত পাতলা কোমরের ঠুমকা দর্শককে কাবু করতে যথেষ্ট। বিখ্যাত ‘তাকি ও তাকি’ গানের মাধ্যমে নাচ করেছে যুবতী।
View this post on Instagram
ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখে নিয়েছে এই সুন্দর নাচ। সবাই আবার কমেন্ট করেছেন অহরহ। কেউ লিখেছে -‘দুর্দান্ত নাচ ও ফিগার’। আবার অন্য একজন লিখেছে -‘হট আর সেক্সি নাচ’। ‘payal_lakhera2464’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আপলোড করা হয়েছে তার ভিডিও। আপনিও আর দেরি না করে এই ভিডিওটি দেখে নিন। তার ইনস্টাগ্রাম একাউন্টে যদিও এক সে এক দুর্দান্ত হট নাচের ভিডিও দেখতে পাবেন। সেগুলিতে অবশ্যই একবার চোখ বোলাতে পারেন।