VIDEO: ‘সজনী’, জনপ্রিয় বাংলা গানে সবুজ সর্ষের খেতে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, দেখুন এই ভিডিও

ভালোবাসার মাস শুরু হয়ে গেছে। ১৪ ই নভেম্বর পালন করা হবে ভ্যালেন্টাইন্স ডে। তার আগে একটু নিশ্চয়ই ভালোবাসায় মাখা নাচ হবে তো অবশ্যই। যেমনি বলা তেমনই কাজ। মৌ বিশ্বাস নামের সুন্দরী যুবতী আবার কার্যত হাজির হয়েছে সুন্দর নাচ নিয়ে। মন ভোলানো তার এই পরিবেশন ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ার পর্দায় ব্যাপক ভাইটাল হয়ে উঠেছে।
ভিডিওর শুরুতেই, হলুদ সর্ষের ক্ষেতের মধ্যে শুরু হলো মৌয়ের নাচ। প্রাকৃতিক এই সুন্দর দৃশ্যর মধ্যে এমন নাচ কিন্তু খুব কমসময়েই দেখা মেলে। পরনে তার শাড়ি ও ব্লাউজ। বলাই বাহুল্য সম্পূর্ণ নতুন বৌয়ের মতো লাগছিলো তাঁকে। মাথায় সাদা ফুল, গলায় হার, কানে মানানসয়ী দুল যেন অন্য রকম করে তুলেছে মৌকে। এত কিছু ভাবার পরে নিশ্চয়ই জানতে চাইছেন কোন গানে নাচ করেছেন সে?
গায়ক নীলায়ন চ্যাটার্জীর গাওয়া ‘সজনী’ গানে নাচ করেছে সে। বিখ্যাত এই গান যেন প্রেমের আমেজকে আবারো করে তুলেছে ব্যাপক চাঙ্গা। ইতিমধ্যেই ২.১ হাজার মানুষ কিন্তু দেখে নিয়েছেন। ‘ডান্স স্টার মৌ’ নামের তার একটি ইউটিউব চ্যানেল আছে।
কেউ কমেন্ট করেছেন -‘মৌ অপূর্ব সুন্দর তোমার নাচ কোনো কথা হবে না’। দ্বিতীয়জন লিখেছেন -‘অনেকদিন পরে এমন একটা সুন্দর নৃত্য দেখলাম’। মৌয়ের এর আগেও আপনারা অনেক নাচ দেখেছেন। ইউটিউব চ্যানেলটি সময় করে একবার দেখতে পারেন। প্রচুর সুন্দর ভিডিওর হদিশ পাবেন সেখানে।