Advertisement
VideoViral Video

‘কালো জলে কুচলা তলে’, সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

সোশ্যাল মিডিয়াতে সুন্দরী যুবতীদের নাচ এখন হট টপিক বলা যায়। যে কারণে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে সেসব মন ভালো করা ভিডিওগুলি সর্বদা ছড়িয়ে পরে। হাতে স্মার্ট ফোন ও ইন্টারনেট থাকলেই আপনি হয়ে উঠতে পারবেন স্টার। যে কারণেই আবারো একবার মৌ বিশ্বাস নামের এক সুন্দরী যুবতীর নাচ হয়ে উঠেছে ইউটিউবের পর্দায় ব্যাপক ভাইরাল (Viral)। যদিও ইউটিউবে আপনারা সকলেই তাকে চেনেন আগে থেকেই।

'কালো জলে কুচলা তলে', সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

Advertisements

খোলামেলা সুন্দর সবুজ পরিবেশের মধ্যে বাংলা লোক গানে এত সুন্দর নৃত্য যেন চোখ জুড়িয়ে যাওয়ার সামিল। আর তার উপরেই দুর্দান্ত নাচ করে মাতালেন সবার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর যাকে চেনেন ‘ডান্স স্টার মৌ’ হিসাবে। বাংলার বিখ্যাত লোকসংগীত ‘কালো জলে কুচলা তলে’ গানে নাচ করেছে মৌ। গানটি গেয়েছিলেন গায়ক অভিজিৎ বসু।

Advertisements

'কালো জলে কুচলা তলে', সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

কালো রঙের শাড়ি ও হলুদ রঙের ব্লাউজ ছিল তার পরনে। সাথেই দু হাতে মানানসই লাল চুড়ি, খোঁপা বাঁধা চুলে গোঁজা হলুদ ফুল। নাচের সাথেই তার এক্সপ্রেশন যেন দেখার মতো ছিল। মাত্র ৫ দিনের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে ব্যাপকভাবে। যার ফলে ৬ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে এখনও পর্যন্ত। প্রচুর মানুষের লাইক ও কমেন্ট এসেছে তার নাচের উদ্দেশ্যে।

কেউ লিখেছে – ‘জাস্ট অসাধারণ যেমন সুন্দর তুমি তেমন সুন্দর তোমার নাচ।’ দ্বিতীয়জন বলেছেন -‘নাচের থেকেও যেন তোমার এক্সপ্রেশন বেশি আকর্ষিত।’ তৃতীয় ব্যক্তির বক্তব্য -‘তুমি আরও অনেক অনেক এগিয়ে যাও শুভ কামনা রইলো’। আপনিও মৌ বিশ্বাসের নাচটি দেখুন আর কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান।