VideoViral Video

‘যতই তুমি বাহানা করো’, সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

ট্রেন্ডিং ‛যতই তুমি বাহানা করো’ গানে অসাধারণ নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হলেন এক যুবতী। গানটি এতটাই ভাইরাল হয়েছে যে, সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই এই গানে রিল ভিডিও বানাচ্ছেন। আর সেই গানে নেচেই এবার তাক লাগালেন এক যুবতী। ওই যুবতীর নাম মৌ (Mou)। এর আগেও ওই যুবতী তার নাচ দিয়ে মনজয় করেছেন সকলের। আর এবারেও তার অন্যথা হয়নি। দূর্দান্ত নৃত্যশৈলীর মাধ্যমে ওই যুবতী নেচে রীতিমতো তাক লাগিয়েছেন।

'যতই তুমি বাহানা করো', সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

সম্প্রতি ডান্স স্টার মৌ (Dance Star Mou) নামের একটি ইউটিউব (YouTube) চ্যানেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ওই যুবতীর পরনে রয়েছে সবুজ রঙের শাড়ি ও সবুজ রঙের ব্লাউজ। এমনকি হাতে রয়েছে সবুজ রঙের চুড়ি ও কানে ঝুমকো। খোলা পরিবেশে মাঠের মধ্যে নেচে তাক লাগিয়েছেন ওই যুবতী। মাত্র এক দিন আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

'যতই তুমি বাহানা করো', সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই এই ভিডিওটি (Video) সাড়ে তিন হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন তিনশোর কাছাকাছি মানুষ। ভিডিও ভাইরাল (Viral) হতেই বহু মানুষ কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্ট সেকশন। কেউ লিখেছেন যে ‛দারুন হয়েছে নাচটা’। কেউ লিখেছেন ‛তোমার রূপ ও নৃত্য দুটোই অসাধারণ’। আবার কেউ তার নাচ দেখে মুগ্ধ হয়ে যাওয়ার কথাও লিখেছেন।

'যতই তুমি বাহানা করো', সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে অসাধারণ নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

এখনকার দিনে বিনোদনের অন্যতম একটি প্রধান মাধ্যম হল ইউটিউব (YouTube)। এখানে মানুষজন তাদের নিজ নিজ প্রতিভা তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। আর তার ফলে তা পৌঁছে যায় পৃথিবীর আনাচে – কানাচে। পাশাপাশি বলা যায় রোজগারেরও একটি মাধ্যম হয়ে উঠেছে এই ইউটিউব। যেখানে ভিউয়ার্সের পাশাপাশি বাড়ে আয়ের সংখ্যা। সম্প্রতি মৌ নামের ওই যুবতীর নাচের ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।