শাড়ি পরে খোলা আকাশের নীচে সবুজ সর্ষের খেতে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

সর্ষে ক্ষেতের মধ্যে বাংলা গানে যদি সুন্দরী কোনো যুবতীর অসাধারণ নাচ ভেসে ওঠে আপনার মোবাইলে তাহলে কেমন হবে। ইউটিউব এখন এন্টারটেনমেন্ট হিসাবে বিশ্বে প্রথম স্থানে আছে। কার্যত যেকোনো বিষয়বস্তু সম্পূর্ণ বিশ্বের মানুষদের কাছে তুলে ধরাই এই সোশ্যাল মিডিয়া গুলির প্রধান লক্ষ্য। তেমনই বর্ধমানের মেয়ে মৌমিতা বিশ্বাসের দুর্দান্ত একটি নাচের ভিডিও এবার হয়ে উঠেছে ভাইরাল।
‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে সে তার নাচের একটি ভিডিও কিছু দিন আগেই আপলোড করেছে। বিখ্যাত ‘কেল্লাফতে’ সিনেমার ‘লাল গেঁন্দা ফুল হলো গোলাপি এই রাতে’ গানে নাচ করেছে মৌ। খোলা আকাশের নিচে হলুদ সর্ষে ক্ষেতকে সাক্ষী রেখে মৌয়ের এই নাচ হয়ে উঠেছে দুর্দান্ত ভাইরাল।
পরনে তার লাল ও হলুদ মিশ্রিত ঘাগড়া ও ব্লাউজ। সাথেই হলুদ রঙের ওড়না ব্যবহার করেছে মৌ। খোলা চুলে গোঁজা হয়েছে গাঁদা ফুল, সুন্দর মেকআপ, কানে দুল দুর্দান্ত সুন্দর লাগছে তাকে। এক মুখ হাসির মাঝেই তার নাচ সবথেকে বেশি চমকপ্রদ। গানের সাথেই এত সুন্দর এক্সপ্রেশন মন গলাতে বাধ্য আপনাদের। দেখে মনেই হবে প্রশিক্ষন প্রাপ্ত নৃত্য শিল্পী মৌ। শুধু এটা নয় তার চ্যানেলে আরও অসংখ্য সুন্দর সুন্দর নাচের ভিডিও আছে ঠিক এমনই।
কিছু দিনের মধ্যেই ছয় হাজারের কাছাকাছি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে। প্রশংসার ঝড় তুলেছেন সবাই কমেন্ট বক্সে। কেউ লিখেছেন -‘জাস্ট অসাধারণ নেচেছো’। অন্য কেউ লিখেছেন -‘অন্য শিল্পীদের থেকে তোমার মধ্যে একটা দারুণ সুন্দর ব্যাপার আছে যেটা বেশি আকর্ষণ করে’। তাড়াতাড়ি মৌয়ের এই সুন্দর নাচের ভিডিওটি দেখে জানান কেমন লাগলো আপনার মিষ্টি এই মেয়ের নাচ।