VideoViral Video

Viral : ঘরের ভিতর টিভি চালিয়ে অবিকল তামান্নার স্টাইলে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Viral Video : সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসে নানান ধরনের ভিডিও। অনেকেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে রাতারাতি হয়ে উঠছেন ভাইরাল (Viral Video)। অনেকেই আবার তুলে ধরছেন নিজেদের প্রতিভা। বিশেষ করে কোভিড-লকডাউনের সময় থেকে জনপ্রিয়তা বেড়েছে সামাজিক মাধ্যমের। ঘরবন্দী জীবন থেকে মুক্তি পেতে কেউ বা খুলে বসেছে রান্নার চ্যানেল তো কেউ আবার মোটিভেশনাল ভিডিওর চ্যানেল খুলে বসেছেন।

আবার এমন অনকেই আছেন যারা রিলস ভিডিওর মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন সামাজিক মাধ্যমে। কেউ গান, কেউ নাচ, ছবি আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে নিচ্ছেন নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। অনেকেই আবার সাধারণ মানুষকে বিনোদন জোগাতে তৈরি করছেন মজার মজার ভিডিও। আবার মানসিক চাপ কমাতে বেশকিছু ইউটিউবাররা সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন মোটিভেশনাল ভিডিও। মূল কথা, সোশ্যাল মিডিয়ার পাতায় প্রত্যেকেই নিজের শিল্প সত্তাকে প্রকাশ করতে আগ্রহী হয়েছেন। আবার নানান ধরনের ভিডিও পোস্ট করেই মোটা অঙ্কের টাকা উপার্জন করছেন তরুণ প্রজন্ম।

সম্প্রতি ভাইরাল (Viral Video) হল তেমনই এক ভিডিও। মনিশা সাথী নামক এক সুন্দরী যুবতী নিজের নাচের প্রতিভাকে তুলে ধরলেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। রাতারাতি তিনি হয়ে ওঠেন ভাইরাল। প্রচুর মানুষ পছন্দ করেছেন তাঁর এই নাচের ভিডিও। কমেন্ট বক্সে বইতে শুরু করেছে কমেন্টের বন্যা। অনেকেই আবার শেয়ার করে নিয়েছেন ছোট্ট এই রিলস ভিডিওটি।

‘জেলার’ ছবির ট্রেন্ডিং ‘কাভালা’ (Kaavaalaa) গানে কোমর দোলাতে দেখা গেল সুন্দরী এই যুবতীকে। সবুজ পোশাক পড়ে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। পেছনে টিভিতে চলছে তামান্না ভাটিয়ার নাচ আর সামনে পারফরম্যান্স করছেন মনিশা। নেটিজেনদের মতে, এই যুবতি চাইলে রীতিমতো টেক্কা দিতে পারেন তামান্না ভাটিয়াকে। তবে কেবলমাত্র এই একটি নয়। যুবতীর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যাবে নাচে ঠিক কতটা দক্ষ তিনি। কারণ তাঁর গোটা প্রোফাইল জুড়েই রয়েছে এমন বহু নাচের ঝলক। উল্লেখ্য, এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত (Rajnikant)। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন হাজার হাজার সিনে প্রেমী।