লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানে বাড়ির ছাদে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

ব্যাস! সাধারণ মানুষের নজরে একবার ভালোলাগলে আর পিছন ফিরে তাকাতে হয় না। রসালো, সুন্দর ও উন্মাদনা পূর্ণ সুন্দরী মহিলার নাচ সবসময়ই নজর কাড়ে দর্শকদের। যেমন সম্প্রতি এক যুবতীর বিখ্যাত পুরোনো হিন্দি গানে জবরদস্ত নাচ মন মাতিয়ে তুলেছে সবার। নিশ্চয়ই জানতে চান কি ছিল সেই নাচের মধ্যে?
ইউটিউবের মধ্যে দিয়ে জয়ন্তী চক্রবর্তী নামের এক সুন্দরী যুবতীর নাচ সামনে এসেছে। যেখানে খোলা ছাদের মধ্যে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচ করেছে সে। পরনে তার সবুজ রঙের ঘাগড়া ও সোনালী রঙের ব্লাউজ। সাথেই লম্বা খোলা চুল ও দুর্দান্ত ফিগার নাচের মধ্যে শোভা বাড়িয়েছে। হালকা মেকআপ ও দুর্দান্ত পাতলা কোমরের ঠুমকা দর্শককে কাবু করতে যথেষ্ট।
বিখ্যাত লতা মঙ্গেশকারের (Lata Mangeshkar) গাওয়া ‘হটো মেয় অ্যায়িসি বাত’ (Hoton Mein Aisi Baat) গানের মাধ্যমে নাচ করেছে জয়ন্তী। তাঁর নাচ দেখে স্পষ্ট তিনি সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত শিল্পী। ইতিমধ্যেই ১৫ হাজার মানুষ দেখে নিয়েছে এই সুন্দর নাচ। সবাই আবার কমেন্ট করেছেন অহরহ। কেউ লিখেছে -‘দুর্দান্ত নাচ ও ফিগার’। আবার অন্য একজন লিখেছে -‘এক্সপ্রেশন জুয়েট অসাধারণ।’
‘JC’s World’ নামের তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। অন্য আরও অনেক নাচের ভিডিও আছে যা আপনি অনায়েসেই সময় নিয়ে দেখতে পারবেন। আর দেরি না করে এই ভিডিওটি দেখে নিন। আর কেমন লাগলো জানান আমাদের কমেন্টের মাধ্যমে।