VideoViral Video

Viral : চ্যালেঞ্জ করে বিরিয়ানির সাথে গোবর মিশিয়ে খেলো যুবতী! তুমুল ভাইরাল ভিডিও

বিরিয়ানির সঙ্গে গোবর মিশিয়ে খেল এক যুবতী! সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ভিডিও (Video)। আজকালকার দিনে রোজগারের অন্যতম একটি প্রধান মাধ্যম হল এই সোশ্যাল মিডিয়া। আর তাইতো এখন বেকার যুবক-যুবতীরা চাকরির পিছনে না ছুটে নতুন নতুন ইউনিক কন্টেন্ট তৈরির পিছনে ছুটছে। আর সেই কন্টেন্ট যদি একবার নজরকাড়ে তাহলে আর ভাইরাল হতে সময় লাগেনা। সম্প্রতি এক যুবতী আজব একটি কান্ড করে চমকে দিয়েছেন সবাইকে।

গৃহপালিত পশু হিসেবে গরুকে অনেকের বাড়িতেই পোষা হয়। মোটামুটি সকলেই জানি যে, গরু হল ৩৩ কোটি দেবতার মধ্যে একজন। যারা গরুকে বাড়িতে পোষেন তারা গরুর থেকে পাওয়া দুধ বিক্রি করে পয়সা উপার্জন করেন। এমনকি গরুর দুধ থেকে মিষ্টি তৈরি করেও অনেকেই সংসার চালায়। তবে, এখানেই কিন্তু শেষ নয়। গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা হয়। যা জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়।

গরুর মূত্র অনেক দেবতার পুজোর কাজে লাগে। তবে, তাই বলে গরুর মূত্র বলুন বা গোবর মানুষ তো দূর কোনো কুকুর-বিড়ালেও শুকবে না। তবে, এবার এক যুবতীকে দেখা গেল গোবর দিয়ে বিরিয়ানি খেতে! শুনে অবাক হচ্ছেন নিশ্চই। কিন্তু অবাক হলেও এটাই সত্যি। আসলে ওই যুবতী কথা দিয়েছিলেন যে, তার ফেসবুকে আড়াই লাখ সাবস্ক্রাইবার হলে তিনি গোবর দিয়ে বিরিয়ানি খাবেন। আর এবার তিনি সেই কথাটি রেখেছেন।

ভাইরাল (Viral) ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, ওই যুবতী আগে থেকেই কিছুটা গোবর জোগাড় করে রেখেছেন। তারপর বিরিয়ানি নিয়ে প্রথমে কিছুটা বিরিয়ানি খেলেন। আর তারপর তার দেওয়া কথা অনুযায়ী বিরিয়ানির সঙ্গে গোবর মেশালেন। এমনকি ওই যুবতী এও বলেছেন তাড়াতাড়ি তার ৫ লাখ সাবস্ক্রাইবার করে দিতে। তাহলে তার ফ্যানেরা তাকে যা বলবেন সে তাই করবে।

Arajit & Riya Vlogs‘ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি ৫ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি অনেকেই কমেন্ট করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।