×
Viral Video

সরস্বতী পূজা উপলক্ষে বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

রাত পোহালেই ভারত ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করবে। তবে এবার কিন্তু শুধুই প্রজাতন্ত্র দিবসে সীমাবদ্ধ থাকবে না এই উদযাপন। আগামীকাল একই দিনে সরস্বতী পুজো আছে তা ভুলে যাননি নিশ্চয়ই। বিদ্যার দেবীর জন্য এখন থেকেই শুরু হয়ে গেছে তোড়জোড়। আর অন্যদিকে ইউটিউবে আপনাদের সবার প্রিয় শিল্পী সোনামিকা (Sonamika) হাজির হয়েছে দুর্দান্ত একটি নাচ নিয়ে। যেখানে তিনি সরস্বতী বন্দনাতে অসাধারণ নৃত্য করেছে।

সরস্বতী পূজা উপলক্ষে বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও -

ভিডিওর শুরুতেই খোলা ছাদের মধ্যে আকাশের নিচে সুন্দর নৃত্য শুরু করলো সোনামিকা। পরনে তার গোলাপি রঙের দুর্দান্ত শাড়ি ও ব্লাউজ। সাথেই তার সাজ যেন দেবী সরস্বতীর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অসাধারণ মেকআপ, বাঁধা চুলে গুজেছে ফুল, চোখে কাজল ও ঠোঁটে দিয়েছে সে লাল রঙের লিপস্টিক। নাচের সাথেই তার সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য।

সরস্বতী পূজা উপলক্ষে বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও -

গায়িকা প্রিয়াঙ্কা চিত্রিভের গাওয়া একটি গান হলো ‘বিনা বাঁদিনী ভার দে’। এই সুন্দর গান ও তার উপরে সোনামিকার অসম্ভব সুন্দর নাচ বেশি সুন্দর করে তুলেছে ভিডিওটি। যেন চারপাশের সময় একাই বদলে দিয়েছে সোনামিকা নিজে। ৩ দিন আগে আপলোড করা হয়েছিল এই ভিডিও তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ (UBIRUNGIA) থেকে।

সরস্বতী পূজা উপলক্ষে বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও -

এখনও পর্যন্ত ১৮ হাজারের কাছাকাছি ভিউজ ছাড়িয়ে গেছে। লাইক ও কমেন্ট এসেছে প্রচুর তার উদ্দেশ্যে। কেউ লিখেছে -‘তোমার হাসিটা খুবই সুন্দর মনে হচ্ছে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজ করেছেন’। দ্বিতীয়জন লিখেছেন- ‘অসাধারণ দিভাই তোমাকে যেমন সুন্দর লাগছে ঠিক তেমন সুন্দর নাচটা।’ মা সরস্বতী আসার আগেই এমন দুর্দান্ত একটা ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখবেন না কোনো মতেই।