VideoViral Video

Ude Jab Jab Zulfien Teri : জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Ude jab jab Zulfen Teri‘ গানে ছাদের মধ্যে কোমরের ঠুমকায় তাক লাগাচ্ছেন একজন যুবতী। মুহূর্তে ভাইরাল ভিডিও। বর্তমান সময়ে দাঁড়িয়ে যুবতী মেয়েদের নাচের ভিডিও (Video) বেশ ট্রেন্ডিংয়ে চলছে। বাংলা বলুন বা হিন্দি, ভোজপুরী সব গানেই তারা নেচে তাক লাগাচ্ছেন। বলতে গেলে আজকালকার সময়ে দাঁড়িয়ে বহু মানুষই নিজের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুলে ধরেন।

কেউ ভালো গাইতে পারেন, কেউ বাঁশি বাজাতে, কেউ আঁকতে আবার কেউ নাচতে পারেন। সম্প্রতি তেমনই এক যুবতী তার নাচের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। ‛Ude jab jab Zulfen Teri‘ গানে তাকে ছাদের উপর নাচতে দেখা যাচ্ছে। ওই যুবতীর পরণে রয়েছে আকাশী রঙের ফ্লোরাল প্রিন্টের স্কার্ট ও বেগুনি রঙের ব্রালেট কাটিং ব্লাউজ। কানে ঝুমকো। সাদামাটা লুকে ওই যুবতী ধরা দিয়েছে।

বলা চলে ওই যুবতীর সৌন্দর্য্য রীতিমতো ঘায়েল করেছে সবাইকে। ছাদের উপর খোলা চুলে ওই যুবতী নেচে চলেছেন। ‛Amyaela‘ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ছিমছাম পোশাকে ওই যুবতী নজর কেড়েছে সকলের। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি অনেকে আবার পছন্দ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Amy (@amyaela)

আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়েছে সোশ্যাল মিডিয়া। তবে, শুধুমাত্র বিনোদন বললে ভুল হবে বৈকি। কেননা আজকালকার দিনে মানুষ রোজগারও করে এই সোশ্যাল মিডিয়া (Social Media) মারফত। মূলত বলা যায় এটাই তাঁদের জীবিকা। বিভিন্ন নাচের (Dance) ভিডিও থেকে শুরু করে গান সহ বিভিন্ন কিছুই আজ ভাইরাল হয় নেট মাধ্যমে। তেমনই সম্প্রতি ওই যুবতীর নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।