VideoViral Video

পরনে হলুদ শাড়ি ব্লাউজ, ট্রেন্ডিং ‘Tum Tum’ গানে তীব্র শরীরী মোচড়ে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

দক্ষিনী সিনেমার জ্বর যেন কাটবার নয়। সিনেমার গল্প থেকে কলাকুশলী সবাই মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাহলে আর বাদ যায় কেন সিনেমার গান। ভাষাগত পার্থক্য থাকলেও সিনেমার গান গুলি অজান্তেই মানুষের মন কেড়ে নিয়েছে সকলের। সাথেই যদি ভিডিওতে থাকে সুন্দরী ও লাস্যময়ীর নাচ তাহলে তা চক্ষু গোচর হতে কোনো বাঁধা পাবে না। এমনিও টিকটক দেশ থেকে বিদায় নেওয়ার পরেই ইনস্টাগ্রাম রিল ও ইউটিউব শর্ট নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। আবারো ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে বিখ্যাত ভাইরাল হয়ে ওঠা তামিল গানের মধ্যে দিয়ে দুর্দান্ত নাচের ভিডিও হয়ে উঠেছে নেট নাগরিকদের ফেভারিট।

পরনে হলুদ শাড়ি ব্লাউজ, ট্রেন্ডিং ‘Tum Tum' গানে তীব্র শরীরী মোচড়ে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

সুন্দর সাজানো একটি ঘরের মধ্যে দুর্দান্ত নাচ শুরু করলেন যুবতী। আপনাদের জানিয়ে রাখি যুবতীর নাম আলিশা। লখনৌ বাসিন্দা আলিশা একজন প্রশিক্ষন প্রাপ্ত নৃত্যশিল্পী। পরনে তার হলুদ রঙের পাতলা সিনথেটিক শাড়ি ও একই রঙের মানানসয়ী ব্লাউজ। সাথেই পর্যাপ্ত পরিমানে মেকআপ, লিপস্টিক, খোলা চুল ও হাত ভর্তি হলুদ চুড়িতে দারুন সুন্দর লাগছে তাঁকে। নাচের মতোই তার লুকসও দর্শকদের কাছে খুবই পছন্দ হয়েছে।

হটনেসে যেন সেই গানের নায়িকাকেও পিছনে ফেলে দিয়েছে আলিশা। ওহঃ, আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী কোন গানে নাচ করেছেন তিনি। দক্ষিনী ‘Enemy’ সিনেমার জনপ্রিয় ‘টুম টুম’ (Tum Tum) গানে নাচ করছে। বর্তমানে এই গানে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলকেই কোমর দুলাতে দেখা যাচ্ছে। নাচের মধ্যেই তার এক্সপ্রেশন যেন একটা অন্য মাত্ৰা তৈরী করেছে সাথেই সম্পূর্ণ পেট তার উন্মুক্ত যা প্রশংসার দাবি রাখে। এই ছোট নাচের ভিডিওটি তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট ‘dancewithalisha’ মধ্যে দিয়ে আপলোড করা হয়েছিল।

এই শর্ট ভিডিও বর্তমানে ৩ লক্ষ ৬৭ হাজার মানুষ দেখে নিয়েছেন। সাথেই আলিশার এমন হট ও সেক্সি লুকে মজেছে বিশেষ করে পুরুষেরা। লাইক ও কমেন্ট ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্সে। ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও বিশাল জনপ্রিয় এই শিল্পী। তাঁর এক সে এক নাচের প্রচুর ভিডিও আছে যা আপনি অনায়েসেই চাক্ষুস করতে পাবেন।