VideoViral Video

Qatil Haseena : প্রকাশ্যে রাস্তায় ট্রেন্ডিং গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Qatil Haseena‘ গানে রাস্তার মাঝে তুমুল নেচে ভাইরাল (Viral) এক যুবতী! তার এনার্জি, কিলার মুভস দেখে কুপোকাত সাইবারবাসী। বর্তমান সময়ে দাঁড়িয়ে যুবতী মেয়েদের নাচের ভিডিও (Video) বেশ ট্রেন্ডিংয়ে চলছে। বাংলা বলুন বা হিন্দি, ভোজপুরী সব গানেই তারা নেচে তাক লাগাচ্ছেন। বলতে গেলে আজকালকার সময়ে দাঁড়িয়ে বহু মানুষই নিজের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুলে ধরেন।

কেউ ভালো গাইতে পারেন, কেউ বাঁশি বাজাতে, কেউ আঁকতে আবার কেউ নাচতে পারেন। সম্প্রতি তেমনই এক যুবতী তার নাচের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুলে ধরেছেন। সম্প্রতি এক যুবতী তার নাচ দিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। সম্ভবত ওই যুবতীর নাম সোনা (Sona)। মাঝেমধ্যেই তার নাচের ভিডিও (Video) ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। বিভিন্ন সিনেমার নাচের সিকোয়েন্স বলুন বা দৃশ্য সবকিছুই তিনি ফুটিয়ে তোলেন।

যারকারণে দর্শকদের থেকেও ভুরি ভুরি প্রশংসা পান। সম্প্রতি আবারও একবার তার নাচের ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে তাকে ‛Qatil Haseena‘ গানে প্রকাশ্যে রাস্তার মাঝেই নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে শর্ট ড্রেস। সাদামাটা লুকে ওই যুবতী নেচে রীতিমতো তাক লাগিয়েছেন। তার হট মুভসে কুপোকাত হয়েছেন সকলেই। ‛Mukul Sona MS‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

১ মাস আগে শেয়ার করা এই ভিডিওটি (Video) ইতিমধ্যেই ৪.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ২ লক্ষের বেশি মানুষ। বয়ফ্রেন্ডের সঙ্গে বেশিরভাগ ভিডিওতে তাকে দেখা যায়। ইউটিউবে তাদের ৩.৯ মিলিয়ন সাবক্রাইবার। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛আপনি বোম’। আবার কেউ লিখেছেন ‛আমি আপনার ভিডিও প্রতিদিন ১০ বার করে দেখি’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ওই যুবতীর ভিডিও।