×
VideoViral Video

‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে প্রকাশ্যে রাস্তায় উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, দেখে অবাক পথযাত্রীরা

বাজারের মাঝে প্রচুর মানুষের মধ্যে দাঁড়িয়ে আপনি নাচ করতে পারবেন? আচ্ছা নাচ ছাড়ুন আপনি জোরে গান গাইতে পারবেন? নিশ্চয়ই খুবই লজ্জা ও ভয় দুটোই সমান তালে গ্রাস করবে আপনাকে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে এই লজ্জা ও ভয়কেও পিছনে ফেলে দিয়েছে তার প্রমাণ আবারো করলো এক যুবতীর নাচের মাধ্যমে। যিনি ভরা বাজারের মধ্যেই নাচ করে ইতিমধ্যেই চরম ভাইরাল হয়ে উঠেছে।

সহেলী রুদ্র (Soheli Rudra) নামের এক যুবতী যার ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার্স আছে। সে প্রায়শই রাস্তা-ঘাটে, ট্রেনে, খোলা ময়দানে, রেলওয়ে স্টেশনে, শপিং কমপ্লেক্সে নাচতে দেখা যায়। লজ্জার বাঁধ তার কাছে তুচ্ছ সম্পূর্ণভাবে। কালো ডেনিম ও ক্রপ শার্টে এবার বাজারের মধ্যে জনপ্রিয় হিন্দি গানে নাচ করেন তিনি।

'পাঠান' ছবির ‘বেশরম রং' গানে প্রকাশ্যে রাস্তায় উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, দেখে অবাক পথযাত্রীরা -

পাঠান সিনেমার ট্রেন্ডিং ‘বেশরম রঙ’ গানের তালে সহেলী এমন নাচ করেছে। গানের সিগন্যাচার স্টেপ করতেও দেখা গেছে তাকে। চারিদিক থেকে প্রচুর মানুষ তাকে দেখলেও নিজের মতো একভাবে নাচ করে গেছেন তিনি। তবে তার ভিডিও যে এইভাবে ভাইরাল হয়ে যাবে হয়তো সহেলি নিজেও ভাবতে পারেননি।

এখনও পর্যন্ত ৪.৯ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিওটি। তার সাথে লাখ লাখ লাইক ও কমেন্ট আসছে। সাড়ে ছয় লক্ষের থেকেও বেশি মানুষ তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স হিসাবে আছে। কার্যত নাচের প্রশংসা করেছেন সকলে। তবে আপনার এই ভিডিওটি কেমন লাগলো এখন সেটাই দেখার।