VideoViral Video

‘Besharam Rang’, ‘পাঠান’ ছবির জনপ্রিয় গানে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement

টিকটক দেশ থেকে বিদায় নিয়েছে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেল। ছোট ভিডিওর স্বাদ অবশ্য সাথে সাথেই পূরণ করেছে ইনস্টাগ্রাম রিল ও ইউটিউব শর্ট। বর্তমানে মানুষ এতটাই ব্যস্ত যে সময় কম থাকার জন্য এই কয়েক সেকেন্ডের ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ কনটেন্ট দেখে নিতে চান। সেই কারণেই ইনস্টাগ্রাম রিল এখন মানুষের সবথেকে বেশি ও জনপ্রিয় সময় কাটানোর জায়গা। অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভা দেখানোর সুযোগ আর কোথাও পাওয়া সম্ভব নয়। যে কারণে তাবড় তাবড় সেলিব্রেটিদের টক্কর দিচ্ছে সাধারণ মানুষ। তেমনই সম্প্রতি ‘বেশরম রং’ (Besharam Rang) গানে এক সুন্দরী যুবতীর নাচ যেন দীপিকা পাডুকোন (Deepika Padukone) -কেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

'Besharam Rang', 'পাঠান' ছবির জনপ্রিয় গানে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

কোনো এক স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে এই দুর্দান্ত নাচ নেচেছেন সেই সুন্দরী। সুন্দরী এই যুবতীর নাম মনীষা সতী (Manisha Sati)। জানুয়ারি মাসেই রিলিজ হওয়া ‘পাঠান’ (Pathan) সিনেমার জনপ্রিয় ‘বেশরম রং’ গানে নাচ করেছেন মনীষা। পরনে তার কালো রঙের থাই কাট স্কার্ট ও গোল্ডেন রঙের ক্রপ টপ। সাথেই পর্যাপ্ত পরিমানে মানানসয়ী মেকআপ, লিপস্টিক, খোলা চুলে দারুন সুন্দর লাগছে। নাচের মতোই তার লুকসও দর্শকদের কাছে খুবই পছন্দ হয়েছে।

'Besharam Rang', 'পাঠান' ছবির জনপ্রিয় গানে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

হটনেসে যেন সেই গানের আসল নায়িকা দীপিকা পাডুকোন (Deepika Padukone) -র থেকেও কয়েকগুন এগিয়ে গেছে। নাচ দেখে মনেই হবে সে সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত। যে কারণে নাচের মধ্যেই তার এক্সপ্রেশন যেন একটা অন্য মাত্ৰা তৈরী করেছে। ভিডিওর মধ্যে সম্পূর্ণ পেট তার দেখা গেছে সাথেই ‘বেলি ডান্স’ মুভস যা প্রশংসার দাবি রাখে। এই ছোট নাচের ভিডিওটি তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মধ্যে দিয়ে আপলোড করা হয়েছিল।

এই শর্ট ভিডিও বর্তমানে ৭.১ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন। সাথেই মনীষার এমন হট ও সেক্সি লুকে মজেছে বিশেষ করে পুরুষেরা। লাইক ও কমেন্ট ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ লিখেছেন -‘কোনো কথা হবে না’ তো কারোর বক্তব্য -‘দীপিকার থেকে অনেক ভালো’। ইনস্টাগ্রামে মনীষার এক সে এক নাচের প্রচুর ভিডিও আছে যা আপনি অনায়েসেই দেখতে পাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই তাঁকে ফলো করতে ভুলবেন না কিন্তু।