×
Viral Video

পোশাকের ফাঁকে উন্মুক্ত নাভি! ঘরের ভিতর ‘পরম সুন্দরী’ গান চালিয়ে দুর্দান্ত নাচ যুবতীর, ভাইরাল ভিডিও

ছোট থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সেলেব্রেটি হয়ে ওঠে বেশ কিছু ছেলে-মেয়ে। প্রথমে টিকটিক ও পরে এখন ইনস্টাগ্রাম ও ইউটিউব শর্টস ভিডিও আসার পরে এই শিল্পীরা কার্যত রাজ করছে। লাখ লাখ ফলোয়ার্স আছে তাদের একাউন্টে। তেমনই সবার চেনা একজন নৃত্য শিল্পী হলেন মনীষা সাতি। আয়েদিন এই সুন্দরী যুবতীকে দেখতে পাওয়া যায় বিভিন্ন নাচের মুডে। এবারো তার ব্যাতিক্রম হয়নি।

পোশাকের ফাঁকে উন্মুক্ত নাভি! ঘরের ভিতর 'পরম সুন্দরী' গান চালিয়ে দুর্দান্ত নাচ যুবতীর, ভাইরাল ভিডিও -

ঘরের মধ্যে বিখ্যাত হিন্দি গানে নাচ করেছে সে। পরনে দেখা গেল লাল রঙের ঘাগড়া ও লাল চলি। নাচের থেকেও তার শরীরের চাহুনি ও পরিণত বয়সের এক্সপ্রেশন আপনার নজর কেড়ে নিতে বাধ্য। খোলা চুল, হালকা মেকআপ ও অসাধারণ এক্সপ্রেশন এই ভিডিও অনায়েসেই দ্বিগুন করে তুলেছে। ‘মিমি’ সিনেমার বিখ্যাত গান ‘পরম সুন্দরী’ গানে নাচ করেছেন মনীষা সাতি।

সেই গানেই অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon) দুর্দান্ত নাচ করে সবার মন ভরিয়ে দিয়েছিলো। ঘরের মধ্যে তার নাচের পিছনে টিভিতে সেই আসল গানের মুহুর্ত দেখা গেছে। তাই কৃতির-র নাচকে যে এই যুবতী একাই টক্কর দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ‘Manisha Sati’ নামের তার একাউন্ট থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে যা ইতিমধ্যেই ৫.৫ কোটি ভিউস ছাড়িয়ে গেছে।

সাথেই ১৯ লক্ষ লাইক ও কমেন্ট এসেছে তার উদ্দেশ্যে। বেশিরভাগ মানুষ তাকে ‘ছোট কৃতি’ বলে অভিহিত করেছে। সুন্দর ও মজাদার কমেন্ট এসেছে তার উদ্দেশ্যে। কেউ যেমন লিখেছেন -‘জাস্ট ফাটাফাটি’। আবার তেমনই একজন লিখেছে -‘ভিডিও থেকে চোখ ফেরানো যাচ্ছে না’। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই তার ইউটিউব চ্যানেলে ১০ লক্ষ সাবস্ক্রাইবার্স আছে।