Viral : ‘Lat Lag Jagi’ গানে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) জনপ্রিয় ‛Lat Lag Jagi‘ গানে অসাধারণ নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) তরুণী। হরিয়ানার দেশি কুইন স্বপ্না চৌধুরীকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। এছাড়া তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি দূর্দান্ত নৃত্যশিল্পীও বটে। বিশেষত স্টেজ পারফরম্যান্সয়ের মঞ্চে তার জুড়ি মেলা ভার। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান। সম্প্রতি এবার এক যুবতী নাচে তাকে টেক্কা দিয়েছেন।
আজকালকার দিনে এই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে মানুষের কোনো প্রতিভাই আর অজানা থাকে না। পৃথিবীর আনাচে-কানাচে কোথায় কি হচ্ছে তা সবই ধরা পরে এই নেটের মাধ্যমে। বলতে গেলে এই সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষজন খ্যাতির শিখরে পৌঁছান। ভিডিওতে একটি মেয়েকে স্বপ্না চৌধুরীর জনপ্রিয় ‛Lat Lag Jagi‘ গানে নাচতে দেখা যাচ্ছে। দুটি জায়গায় তিনি নাচটি করেছেন। আর সেটা ভিডিওটি (Video) দেখলেই বুঝতে পারবেন।
ওই যুবতীর পরণে রয়েছে সাদা রঙের হাইনেক গলার স্লিভলেস ক্রপ টপ ও খেয়েরী রঙের মিনি স্কার্ট। আর পায়ে রয়েছে সাদা রঙের স্নিকার্স। খোলা চুলে ওই যুবতী নিজের মতো নেচে চলেছেন। তার কোমরের কার্ভসে মুগ্ধ হয়েছেন অনেকেই। তার অনবদ্য নাচের স্টেপ দেখে প্রশংসার বন্যায় ভরিয়েছেন সাইবারবাসী। বলা চলে মেয়েটি তার নাচের মধ্যে দিয়ে স্বপ্না চৌধুরীকে (Sapna Choudhary) চ্যালেঞ্জ করেছেন।
‛Tanu Rawat‘ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ১১ মাস আগের এই ভিডিওটি ইতিমধ্যেই ১১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৫ লক্ষের বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল ওই যুবতীর নাচের (Dance) ভিডিও।