×
VideoViral Video

শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি! ‘Desi Girl’ গানে উদ্দাম নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও

পাড়ার প্যান্ডেল হোক কিংবা অনুষ্ঠান বাড়ি, এমন কিছু গান আছে যা শুনলেই নিজের পা যেন দুলতে থাকে। মন খারাপ থাকলেও হঠাৎ করে কোনো গান শুনলে মন একদম ভালো হয়ে যায়। আবার এখন বিখ্যাত সব গানে ‘ডান্স কভার’ তৈরী করার বিশেষ মুহূর্ত চলছে বলা যায়। তাই আজ আবারো সুন্দরী এক যুবতীর বিখ্যাত হিন্দি গানের সুন্দর নাচ হয়ে উঠেছেন তুমুল ভাইরাল। আজ আপনারা নাচবেন না বরং নাচ দেখবেন।

শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি! 'Desi Girl' গানে উদ্দাম নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও -

ভাইরাল হওয়া ভিডিওতে, প্রথমেই দেখা যাচ্ছে পিছন ঘুরে ছাদের মধ্যে ও খোলা আকাশের নিচে নাচ শুরু করছে সেই যুবতী। গানের তালের সাথে শরীরের মোচড়ের সংযোগে ও হটেনেসে মাখা দুর্দান্ত একটি পারফরমেন্স দিলো সে। পরনে তার সবুজ রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। তবে নাচের মধ্যেই তার পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত যা আলাদা উষ্ণতা দান করেছে।

শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি! 'Desi Girl' গানে উদ্দাম নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও -

এই ভিডিওর সূত্র ধরেই জানা গেছে মেয়েটির নাম নীলু মাউরয়া (Neelu Maurya)। হাত ভর্তি চুরি, খোলা চুল, ঠোঁটে লিপস্টিকে দারুন সুন্দর মানিয়েছিল তাঁকে। তার প্রশিক্ষন প্রাপ্ত নাচ সবাইকে কাবু করে দিতে বাধ্য। ‘দোস্তনা’ (Dostana) সিনেমার ‘দেশি গার্ল’ (Desi Girl) গানে নীলু নাচ করেছে। ২ সপ্তাহের মধ্যে এই ভিডিওতে ১.৫ লাখ ভিউজ ছাড়িয়ে গেছে।

শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি! 'Desi Girl' গানে উদ্দাম নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও -

লাইক ও কমেন্ট প্রচুর এসেছে। আর তার নাচের প্রশংসা করেছেন সকল মানুষ। তার ইউটিউব চ্যানেলে ১২.৫ লাখ সাবস্ক্রাইবার্স আছে। অনেক ভিডিও আছে যেখানে নেচে সে ভাইরাল হয়েছিলেন। তাই এই ভিডিওর সাথেই নীলুর বাকি ভিডিওগুলি দেখুন আর উপভোগ করুন।