ক্লাস রুমের মধ্যে পড়ুয়াদের সামনে তুমুল নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চোখের সামনে এক সুন্দরী যুবতীর নাচ দেখতে কে না পছন্দ করে বলুনতো। বিশেষ করে এই বয়সের যুবকদের তো অত্যন্ত প্রিয় এই নাচ। তবে এমনই যুবক আছে যারা চোখের সামনে সুন্দরী যুবতী পাতলা কোমরের ঠুমকা দিলেও পড়াশুনায় মত্ত থাকে তারা। ভাবছেন এই দৃশ্য কার্যত অসম্ভব। তবে সত্যি এবার এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে চর্চা।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যে সবুজ টপ এবং জিন্স পরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কোমর দুলিয়ে নাচ করছেন সুন্দরী এক যুবতী। শ্রেণীর বাকি সবাই কার্যত এই নাচ খুবই উপভোগ করছে। তবে একদম সামনের বেঞ্চে বসে দুই কিশোর একভাবে সামনে রাখা খাতা বই দেখে চলেছে।
প্রায় ২ মিনিট ধরে এক নাগাড়ে যুবতী নাচ করলেও সামনে বসে থাকা দুই যুবক একবারের জন্যও চোখ ফেরায়নি। বরং সেই দুই কিশোর পড়াশোনা নিয়ে আলোচনা করে চলেছে। এই ধরণের বিরল ঘটনা সামনে আসতেই হই হই করে ভাইরাল হয়েছে ভিডিওটি। ‘সুনিতা’ নামের এক টুইটার ইউজার এই ভিডিওটি শেয়ার করেছিলেন।
Agar agge baithe ye 2 ladko ka admission nahi hua to kisi ka nhi hoga pic.twitter.com/nGXgnGdJhn
— Sunita 🇮🇳 (@Shaaanu08) September 23, 2022
১.৭ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে সেই ভিডিওতে। প্রচুর লাইক ও রি-টুইট করেছেন সকলে। কেউ লিখেছেন -‘এরা মানুষ নয় নির্ঘাত এলিয়ান’। দ্বিতীয় জন লিখেছেন- ‘পড়ুয়ারা যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সফল না হয় তা হলে আর কে হবে’। অনেকেই আবার মজাদার এই ভিডিও দেখে হাসির খেলায় মেতেছেন।