VideoViral Video

Viral : খোলা আকাশের নীচে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

Chhaliya’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এক যুবতী! বর্তমান সময়ে দাঁড়িয়ে যুবতী মেয়েদের নাচের ভিডিও (Video) বেশ ট্রেন্ডিংয়ে চলছে। বাংলা বলুন বা হিন্দি, ভোজপুরী সব গানেই তারা নেচে তাক লাগাচ্ছেন। বলতে গেলে আজকালকার সময়ে দাঁড়িয়ে বহু মানুষই নিজের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুলে ধরেন।

কেউ ভালো গাইতে পারেন, কেউ বাঁশি বাজাতে, কেউ আঁকতে আবার কেউ নাচতে পারেন। সম্প্রতি তেমনই এক যুবতী তার নাচের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুলে ধরেছেন। তার দারুন এক্সপ্রেশন, স্মুদ নাচের স্টেপ সহ এক্সপ্রেশন রীতিমতো মুগ্ধ করেছে সকলকে। এমনকি গানের মধ্যে তার যে এনার্জি দেখা যাচ্ছে তা দেখে অবাক হয়েছেন সকলেই।

ভাইরাল (Viral) ওই ভিডিওতে (Video) যুবতীর পরণে রয়েছে গ্রিন রঙের থাই স্লিট ম্যাক্সি গাউন। খোলা চুলে, হালকা মেকআপে ধরা দিয়েছেন ওই যুবতী। কখনও বালির মধ্যে দাঁড়িয়ে আবার কখনও পাথরের মধ্যে দাঁড়িয়ে নেচে চলেছেন। পিছনে সবুজ জল। অসাধারণ ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি ওই যুবতীর নাচ রীতিমতো মনে ধরেছে নেটিজেনদের। ওই যুবতী সত্যিই ট্যালেন্টেড। তার এতসুন্দর নাচের প্রতিভা যথাযত প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়।

Tana Rawat‘ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ৫ মাস আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ৭ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৫১ হাজার মানুষ। এমনকি বহু মানুষ আবার কমেন্টও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও।