VideoViral Video

পোশাকের ফাঁকে উন্মুক্ত নাভি! জনপ্রিয় ভোজপুরি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

সোশ্যাল মিডিয়াতে সুন্দরী যুবতীদের নাচ এখন হট টপিক বলা যায়। যে কারণে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে সেসব মন ভালো করা ভিডিওগুলি সর্বদা ছড়িয়ে পরে। হাতে স্মার্ট ফোন ও ইন্টারনেট থাকলেই আপনি হয়ে উঠতে পারবেন স্টার। তবে রাস্তার মধ্যে যদি সকল মানুষের সামনে নাচ করেন তাহলে কিন্তু বেশ খানিক লজ্জাই লাগবে আপনার।

পোশাকের ফাঁকে উন্মুক্ত নাভি! জনপ্রিয় ভোজপুরি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

তবে এবারের ভিডিওতে সবার থেকে আলাদা কিছু দেখা গেছে। যেখানে সবার সামনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাচ করছেন এক যুবতী। পায়েল গুপ্তা নামের এক মহিলা নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে শেয়ার করেছেন সেই ভিডিও। ভিডিওতে পায়েলকে হিট ভোজপুরি গান ‘কামারিয়া বাথেলা ইয়ে রাম’এর তালেই নাচতে দেখা গিয়েছে। গানটি সুমিত সিং চন্দ্রবংশীর কন্ঠেই শোনা গিয়েছে।

বেগুনী রঙের ঘাঘড়া-চোলিতে নাচ করেছেন তিনি। আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে তার নাচ দেখছিলেন ও ভিডিও বানাচ্ছিলেন। তার উপরেই দুর্দান্ত কায়দায় নাচ করে মাতিয়ে তুলেছেন। এই সূত্রেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত পায়েল গুপ্তা। এই ভিডিওটিতে এখনই পর্যন্ত ৮৩ লক্ষের থেকে বেশি মানুষ দেখে নিয়েছেন।

তার ইনস্টাগ্রামে এখনও ৩ লক্ষের বেশি ফলোয়ার্স আছে। প্রচুর মানুষের লাইক ও কমেন্ট এসেছে তার নাচের উদ্দেশ্যে। কেউ লিখেছে – ‘জাস্ট অসাধারণ’ তো দ্বিতীয়জন বলেছেন -‘নাচের থেকেও যেন এক্সপ্রেশন বেশি আকর্ষিত।’ তৃতীয় ব্যক্তির বক্তব্য -‘এত মানুষের সামনে নাচতে গেলে সাহস লাগে’। আপনিও পায়েল গুপ্তার নাচটি দেখুন আর কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান।