×
VideoViral Video

দিলবর দিলবর, ভরা বাজারে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, সঙ্গে ডান্স দেখালো এক কাকু! ভাইরাল ভিডিও

রাস্তার মাঝে ‛দিলবর’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) সুন্দরী যুবতী। আজকালকার দিনে বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। মানুষের লুকোনো প্রতিভা উঠে আসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আর যা নিমেষেই ভাইরাল হয়। সম্প্রতি এক যুবতীর নাচের ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। আর সেটাই উঠে এসেছে খবরের শিরোনামে।

দিলবর দিলবর, ভরা বাজারে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, সঙ্গে ডান্স দেখালো এক কাকু! ভাইরাল ভিডিও -

এখনকার দিনে রিল ভিডিওর একটা আলাদা রকমেরই কদর। সেলিব্রেটি হোক বা সাধারণ মানুষ সকলেই এই বিষয়টি বেশ চুটিয়ে উপভোগ করছেন। রাস্তার মাঝে হোক বা ভরা বাজারের মধ্যে যেখানে সেখানেই মেতে ওঠেন ভিডিও বানাতে। সম্প্রতি তেমনই এক সুন্দরীকে দেখা গেল ভরা বাজারের মধ্যে ‛দিলবর’ গানে উদ্যম নাচতে।

দিলবর দিলবর, ভরা বাজারে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, সঙ্গে ডান্স দেখালো এক কাকু! ভাইরাল ভিডিও -

ওই যুবতীর পরণে রয়েছে কালো সাদা ক্রপ টপ ও ডেনিম জিন্স। কোনো রকম লজ্জা শরম না পেয়েই নিজের মনে নেচে চলেছেন ওই যুবতী। পিছনে থাকা ফলওয়ালা দোকানীরা হাঁ করে ওই যুবতীর নাচ দেখছেন। এতদূর তো সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই এক ব্যক্তিকে দেখা গেল ওই সুন্দরী যুবতীর পিছনে। শুধু দেখাই নয় সে রীতিমতো নেচে চলেছে।

যদিও তার নাচের কোনো আগা মাথা নেই। কিন্তু ওই যুবতীকে দেখে দেখে সে নিজের মতো হাত-পা ছুঁড়ছে। আর তা ভিডিওটিকে একটি মজার ভিডিওয় পরিণত হয়েছে। সম্প্রতি এই মজার ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।