VideoViral Video

মরুভূমির বালির উপর দুর্দান্ত শরীরী হিল্লোলে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement

Beautiful Girl Belly Dance Video: সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোনায় লুকিয়ে আছে বেলি ডান্স। ছিমছাম ফিগার, হট লুকস ও ঘায়েল করে দেওয়া এক্সপ্রেশন যদি কোনো ভিডিওতে থাকে তাহলে নেটিজেনদের নজরে আসতে বেশি সময় লাগবে না। আর সেই প্রতিভা যদি আবার হয় ‘বেলি ডান্স’ তাহলে তো আর কথাই নেই। ঠিক যেমনটা হয়েছে মার্কিন মহিলা আলেক্স ডিলোরা -র ক্ষেত্রে। তার বেলি ডান্স ভিডিও কার্যত মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral) হয়ে উঠেছে নেটপাড়া জুড়ে।

মরুভূমির বালির উপর দুর্দান্ত শরীরী হিল্লোলে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, এক সুন্দরী মহিলা মরুভূমির মধ্যে বেলি ডান্স শুরু করলেন। যেমন তাঁকে দেখতে ঠিক তেমনই তার সুন্দর ফিগার। শুরুতেই নিজের পেট ও কোমরের মোচড় দিয়ে জানিয়ে দিলেন তার প্রতিভার বিকাশ ঠিক কতখানি! নাচের সাথেই তার দুর্দান্ত পোশাক বাড়িয়েছে ভিডিওর উষ্ণতা। তার অসাধারণ এক্সপ্রেশন নেটিজেনদের যে এই ভিডিওর অতিরিক্ত পাওনা তা বলার অপেক্ষা রাখে না। আলেক্স পরনে সবুজ পাতলা স্কার্ট ও মানানসয়ী ব্রালেটে।

মরুভূমির বালির উপর দুর্দান্ত শরীরী হিল্লোলে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

ভিডিওর মধ্যেই তার টোনড পেট যা নাচের সাথেই যেন কথা বলেছে। বালির মধ্যে এমন দুর্দান্ত নাচ আপনার মন কেড়ে নিতে বাধ্য। আলেক্স শুধু একজন নৃত্যশিল্পী নন একটি ডান্স একাডেমীর ইন্সট্রাক্টর তিনি। রোগা ছিপছিপে চেহারার এই বেলি ডান্স যা প্রতিটি মানুষকে মনের মধ্যে গেঁথে দিয়েছে। কতটা প্রশিক্ষন প্রাপ্ত হলে এই ধরণের মন মাতানো ডান্স করা যায় তা বলার অপেক্ষা রাখে না।

ভিডিওটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Alex delora’ থেকে আপলোড করা হয়েছে ১ বছর আগে। এখনও পর্যন্ত এই ভিডিও ৬৪ লাখ ভিউজ ছাড়িয়ে গেছে। ভিডিওটি আপলোড হতে না হতেই তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ তাই লাইক ও কমেন্ট এসে প্রচুর। অসম্ভব সুন্দর ভিডিওটি কোনো মতেই মিস করবেন না চটপট দেখে নিন ও কমেন্ট করে নিজের মতামত জানান।