×
OffbeatVideoViral Video

ও হে শ্যাম, দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নৃত্য পরিবেশন সুন্দরী বিশাখার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

‛ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক জুটি। প্রায়শই বহু মানুষের বহু প্রতিভার ভিডিওই (Video) উঠে আসে নেটমাধ্যমে। যেখানে কখনও কাউকে নাচতে দেখা যায়। আবার কখনও গান কখনও কবিতা বলে ভাইরাল (Viral) হন। তবে, সম্প্রতি এক ছেলে ও মেয়ে রাধা-কৃষ্ণ সেজে দূর্দান্ত নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন।

ও হে শ্যাম, দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নৃত্য পরিবেশন সুন্দরী বিশাখার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

ওই যুবতীর পরণে রয়েছে সবুজ রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ। সঙ্গে গলায় হার, মাথায় ফুল, নাকে নথ ও কোমরে কোমরবন্ধনী। ওদিকে কৃষ্ণ সাজা ছেলেটির পরণে রয়েছে নীল রঙের টি-শার্ট, হাতে বাঁশি, গলায় ফুলের সাজ। সবুজে ঘেরা পরিবেশে ক্ষেতের মাঝেই দূর্দান্ত নেচে তাক লাগিয়েছেন ওই যুবতী। তার প্রতিটি নাচের স্টেপ মুগ্ধ করেছে সকলকে।

ও হে শ্যাম, দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নৃত্য পরিবেশন সুন্দরী বিশাখার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

সম্প্রতি ‘বিশাখা অফিসিয়াল’ (Bishakha Official) নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube channel) থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। মাত্র ২ দিন আগে পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই ১৮ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন প্রায় নশোর বেশি মানুষ। আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হল এই ইউটিউব (Youtube)।

তবে, শুধুমাত্র বিনোদন বললে ভুল হবে বৈকি। কেননা আজকালকার দিনে মানুষ রোজগারও করে এই ইউটিউব মারফত। মূলত বলা যায় এটাই তাঁদের জীবিকা। বিভিন্ন নাচের (Dance) ভিডিও থেকে শুরু করে গান সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট আজ ভাইরাল নেট মাধ্যমে। তেমনই সম্প্রতি এই যুবতী ও ছেলেটির নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।