VideoViral Video

‘ময়না ছলাৎ ছলাৎ’, সবুজ পরিবেশে জনপ্রিয় বাংলা গানে শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement

আজকের দিনে সোশ্যাল মিডিয়া (Social Media) সাধারণ মানুষের কাছে নিজের প্রতিভাকে দুনিয়ার কাছে মেলে ধরার এক মঞ্চ। অনেক অনামী শিল্পীই সোশ্যাল মিডিয়ায় এসে জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নাচ বা গানের ভিডিওগুলি দেখতে নেটিজেনরা খুবই পছন্দ করেন। এইভাবেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লোকগীতির সাথে নাচের ভিডিও ভাইরাল (Viral) হল।

‘ময়না ছলাৎ ছলাৎ’, সবুজ পরিবেশে জনপ্রিয় বাংলা গানে শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

নৃত্যশিল্পী বিশাখা বৈদ্য-র বিশাখা অফিসিয়াল (Bishakha Official) নামে একটি ফেসবুক (Facebook) পেজ ও ইউটিউব (Youtube) চ্যানেল আছে। প্রায়ই এই পেজে থেকে তিনি নাচের ভিডিও আপলোড করেন। বিশাখার নাচ দেখতে নেটিজেনরা ভীষণ ভালবাসেন। বিশাখার অন্যান্য নাচের ভিডিওর মত এই ভিডিওটিও তাঁদের ভীষণ পছন্দ হয়েছে।

‘ময়না ছলাৎ ছলাৎ’, সবুজ পরিবেশে জনপ্রিয় বাংলা গানে শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় লোকগীতি “ময়না ছলাৎ ছলাৎ চলে রে পিছন পানে চায়”-এর সাথে বিশাখা নাচছেন। বিশাখার পরনে লাল রঙের ছাপা শাড়ি ও হলুদ রঙের ব্লাউজ। গ্রামের মহিলার সাজে সেজেছিলেন তিনি। চুলে বিনুনি বেঁধেছিলেন। মানানসই গয়নায় ও মেকআপ করে বিশাখাকে দেখতে দারুণ লাগছিল। খোলা আকাশের নিচে একটি প্রাকৃতিক পরিবেশে বিশাখা নেচেছেন। গ্রামের রাস্তায় ভিডিওটি শ্যুট করার জন্য দেখতে আরো বেশি ভাল লাগছিল। বিশাখার নাচের কোরিওগ্রাফি ও অভিব্যক্তি ছিল অসাধারণ। তাঁর নাচের এনার্জি লেভেল ছিল দুরন্ত।

বিশাখার নাচ নেটিজেনদের মন জয় করেছে। পোস্ট করার পরেই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওর কমেন্টবক্স উপচে পড়েছে প্রশংসাসূচক মন্তব্যে। নেটিজেনরা অনেকেই কমেন্টবক্সে বলেছেন বিশাখার নাচ ভীষণ ভাল হয়েছে। এছাড়া তাঁকে দেখতেও খুব সুন্দর লাগছে বলে মন্তব্য করেছেন অনেকেই। নাচটি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।